Advertisement
২২ নভেম্বর ২০২৪
Women Reservation

সরকারি চাকরিতে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণ, ভোটের মধ্যপ্রদেশে নয়া ‘তাস’ শিবরাজ সরকারের

আইন সংশোধনের মাধ্যমে একমাত্র বন দফতর ছাড়া অন্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সরকারি নির্দেশিকায়।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ভোপাল শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১১:৪৪
Share: Save:

ভোটের মধ্যপ্রদেশে এ বার মহিলা সংরক্ষণের ‘তাস’ খেলল সে রাজ্যের বিজেপি সরকার। তবে জনপ্রতিনিধি নির্বাচনে নয়, সরকারি চাকরির ক্ষেত্রে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহের সরকার বুধবার একটি নির্দেশিকা জারি করে সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেছে।

‘মধ্যপ্রদেশ সিভিল সার্ভিসেস’ (মহিলাদের নিয়োগের জন্য বিশেষ ব্যবস্থাপনা) বিধি, ১৯৯৭-এর একটি সংশোধনীর মাধ্যমে একমাত্র বন দফতর ছাড়া অন্য সরকারি ক্ষেত্রগুলিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ওই নির্দেশিকায়। বিধানসভার পরবর্তী অধিবেশনেই এ সংক্রান্ত বিল পাশ করানো হতে পারে বলে শাসকদল সূত্রের খবর।

২০১৮-র বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই জ্যোতিরাদিত্যের সাহায্যে দু’ডজন বিধায়ক ভাঙিয়ে কমলের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। চলতি বছরের শেষে ছত্তীসগঢ়, রাজস্থান, তেলঙ্গানা, মিজোরামের সঙ্গেই মধ্যপ্রদেশে বিধানসভা ভোট হওয়ার কথা। বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, সে রাজ্যে এ বার বিজেপিকে চাপে ফেলতে পারে কংগ্রেস। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সরকারের বিরুদ্ধে তোপ দেগে গত কয়েক মাসে একের পর এক বিজেপি নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy