মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন না মা। আর এই আবেদন জানিয়েই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল তিন মাসের এক শিশু!
শিশুটির মা উত্তর দিল্লি পুরনিগমের (এনডিএমসি) কর্মী। অভিযোগ, এনডিএমসি মহিলাকে মাতৃত্বকালীন ছুটি দিতে অস্বীকার করছে। ফলে শিশুটিকে দেখাশোনা করার ক্ষেত্রে একটি সমস্যা তৈরি হয়েছে। এর পরই এনডিএমসি-র বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয় শিশুটি।
ত্রিগাংশ জৈন নামে ওই শিশুটির তরফে যে আবেদন দাখিল করা হয়েছে, তাতে বলা হয়েছে যে, দিল্লি পুরনিগম মাতৃত্বকালীন ছুটি দিতে চাইছে না। তাই তার মা-কে সেই ছুটি দেওয়ার ব্যবস্থা করা হোক। আদালতে শিশুর আইনজীবী জানান, মামলাকারী পুরোপুরি তার মায়ের উপর নির্ভরশীল। এ ক্ষেত্রে তার অধিকার লঙ্ঘিত হচ্ছে।
আরও পড়ুন:
আদালত তখন এনডিএমসি-কে এ বিষয়ে দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। এবং বলেছে এটাই জবাব দেওয়ার শেষ সুযোগ এনডিএমসির। আদালত আরও জানিয়েছে, এই বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। কেননা শিশুটি তার মায়ের যত্ন থেকে বঞ্চিত হয়েছে। যা অপূরণীয় ক্ষতি। এর আগেও মার্চে এনডিএমসিকে নোটিস দিয়েছিল আদালত ।
পাশাপাশি আদালত এই বিষয়েও অবগত হয়েছে, সরকারি চাকরির নিয়ম (সার্ভিস রুল) মোতাবেক কেবলমাত্র দু’টি শিশুর জন্মের সময় ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন কর্মরত মা। তৃতীয় সন্তানের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না। ত্রিগাংশ ওই মহিলার তৃতীয় সন্তান। তবে এ ক্ষেত্রে তার অধিকার থেকে বঞ্চিত হওয়ায় আবেদন করেছে শিশুটি।