Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Viral

পাত্রী খুঁজতে থানায় গেলেন ৩ ফুট উচ্চতার যুবক, আবেদনপত্র দেখে হতবাক পুলিশ

উচ্চতা খাটো হওয়ায় পাত্রী পাননি। তাই পাত্রী খুঁজতে শেষে থানার দ্বারস্থ হলেন এক যুবক। পুলিশের কাছে জমা দিলেন আবেদনপত্রও। যুবকের কাণ্ডে তাজ্জব বনে গিয়েছেন পুলিশকর্মীরা।

Man asks police to find his bride in Uttar Pradesh.

পুলিশের হাতে আবেদনপত্র তুলে দেন ওই যুবক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৯
Share: Save:

পাত্রী চাই। না, কোনও বিজ্ঞাপন নয়। নিজের জীবনসঙ্গী খুঁজতে থানায় ছুটলেন এক যুবক। তাঁর মানানসই পাত্রী খুঁজে দেওয়ার জন্য পুলিশের কাছে এই নিয়ে আবেদনও জানিয়েছেন ওই যুবক। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের যুবকের কাণ্ডে হতবাক পুলিশ মহল।

মহম্মদ দানিশ নামে ২০ বছরের ওই যুবক উচ্চতায় খাটো। তাঁর উচ্চতা মাত্র ৩ ফুট। উচ্চতা খাটো হওয়ার কারণে পাত্রী পাচ্ছেন না। আর সেই কারণেই পাত্রী খুঁজতে শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর মানানসই কোনও পাত্রী যাতে খুঁজে দেয় প্রশাসন, সেই আর্জিই জানিয়েছেন ওই যুবক।

বৃহস্পতিবার খাতাউলি থানায় যান দানিশ। থানার স্টেশন হাউস অফিসারের হাতে পাত্রী খুঁজে দেওয়ার আবেদনপত্র তুলে দেন তিনি। তাঁর কথায়, ‘‘আমার উচ্চতা খাটো হাওয়ার কারণে পাত্রী খুঁজে পাচ্ছি না...অনুরোধ করছি, আমার বিয়ে যাতে হয়, তার ব্যবস্থা করুন।’’ খাতাউলিতে পোশাকের দোকান রয়েছে যুবকের মায়ের। সেই দোকানেই মাকে সাহায্য করেন দানিশ। পরিবারে বাবা, মা ছাড়াও ৪ ভাই রয়েছে দানিশের।

যুবকের এই আবেদনপত্র প্রসঙ্গে স্টেশন হাউস অফিসার সঞ্জীবকুমার দালাল বলেছেন, ‘‘খুবই অবাক কাণ্ড। দেখা যাক, আমরা কী করতে পারি।’’

এই ঘটনা অবশ্য নতুন নয়। উত্তরপ্রদেশের শামলি জেলার এক বাসিন্দা ২৭ বছরের আজিম মনসুরিও উচ্চতায় খাটো হওয়ার কারণে পাত্রী পাচ্ছিলেন না। শেষে পাত্রীর খোঁজে স্থানীয় থানায় গিয়েছিলেন তিনি। এমনকি, সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবেরও দ্বারস্থ হয়েছিলেন ওই যুবক। গত বছরের ২৮ অক্টোবর হাপুরের এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়।

অন্য বিষয়গুলি:

Viral Wedding national news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy