আটকে থাকা ভারতীয়দের দফায় দফায় দেশে ফিরিয়ে আনার কাজ চালাচ্ছে বায়ুসেনা। মঙ্গলবার সকালেই আফগানিস্তান থেকে বিমানে দিল্লি ফিরেছেন ৪৬ জন আফগান হিন্দু ও শিখদের একটি দল। তাঁদের সঙ্গে ভারতে এল শিখদের ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থসাহিব’। কাবুল থেকে মোট তিনটি শিখ-ধর্মগ্রন্থ ভারতে এসেছে। ওই সময়ে বিমানবন্দরেই ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী। একটি গ্রন্থ মাথায় তুলে বিমানবন্দর থেকে বেরতে দেখা গিয়েছে তাঁকে। ওই মুহূর্তের একটি ভিডিয়ো নেটমাধ্যমে নিজেই শেয়ার করেছেন বিজেপি-র রাজ্যসভা সাংসদ।
১৫ অগস্ট তালিবান বাহিনী কাবুল দখলের পর গত সপ্তাহ থেকে আফগানিস্তানের রাজধানী শহরে আটকে থাকা নাগরিকদের দেশে ফেরানোর কাজ আরও তৎপরতার সঙ্গে করতে শুরু করেছে কেন্দ্র। কাবুলে কর্মরতদের পাশাপাশি ওই দেশে বংশপরম্পরায় থেকে যাওয়া আফগান হিন্দু এবং শিখরাও ভারতে ফিরে আসছেন। বুধবার সকালে আফগানিস্তান থেকে শিখদের সঙ্গে দেখা করতে দিল্লি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন পুরী। নিজের পোস্ট করা ভিডিয়োতে ‘শতনাম শ্রী ওয়াহেগুরু’ ধ্বনিও দিতে দেখা গিয়েছে মন্ত্রীকে। পুরীর সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ।
আরও পড়ুন:
ਵਾਹੁ ਵਾਹੁ ਬਾਣੀ ਨਿਰੰਕਾਰ ਹੈ ।
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 24, 2021
ਤਿਸੁ ਜੇਵਡੁ ਅਵਰੁ ਨ ਕੋਇ ।।
आज काबुल से दिल्ली आए श्री गुरु ग्रंथ साहिब जी के तीन पवित्र स्वरूप के भारत आगमन पर उपस्थित होने और उनकी सेवा करने का अखंड सौभाग्य प्राप्त हुआ है।
ਧੰਨ ਧੰਨ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਗ੍ਰੰਥ ਸਾਹਿਬ ਜੀ 🙏 pic.twitter.com/eKmG8T2FCK
ਆਗਿਆ ਭਈ ਅਕਾਲ ਕੀ ਤਬੀ ਚਲਾਇਓ ਪੰਥ ||
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 23, 2021
ਸਭ ਸਿਖਨ ਕੋ ਹੁਕਮ ਹੈ ਗੁਰੂ ਮਾਨਿਯੋ ਗ੍ਰੰਥ ||
3 Sri Guru Granth Sahib Ji are being escorted to the @IAF_MCC aircraft at Kabul Airport.
46 Afghan Hindus & Sikhs along with stranded Indian nationals are blessed to return on the same flight. pic.twitter.com/qzqW5ZF6W3
কাবুল বিমানবন্দরেরও একটি ছবি টুইটারে পোস্ট করেছেন পুরী। লিখেছেন, ‘কাবুল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ভারতীয় বিমানে নিরাপদে নিয়ে যাওয়া হচ্ছে তিনটি শ্রী গুরু গ্রন্থসাহিব।’