Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lord Vishnu

মাটি খুঁড়তেই বেরোল ভগবান বিষ্ণুর তিনটি প্রাচীন মূর্তি

উদ্ধার হওয়া তিনটি মূর্তির মধ্যে একটি ভেঙে গিয়েছে। বাকি দু’টি মূর্তি অক্ষত অবস্থায় রয়েছে। মূর্তিগুলি সংগ্রহশালায় রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিগুলি সংগ্রহশালায় রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিগুলি সংগ্রহশালায় রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
ভুবনেশ্বর শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১২:৪১
Share: Save:

প্রাচীন তিন বিষ্ণুমূর্তির উদ্ধার করা হল ওড়িশার জাজপুর এলাকায়। বৈতরণী নদীর কাছে দশাশ্বমেধ ঘাটের কাছে মূর্তিগুলি উদ্ধার করা হয়েছে। ওই মূর্তিগুলি দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীর বলে দাবি করা হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, উদ্ধার হওয়া তিনটি মূর্তির মধ্যে একটি ভেঙে গিয়েছে। বাকি দু’টি অক্ষত অবস্থায় রয়েছে। নদীঘাট এলাকায় প্রাচীন মূর্তি রয়েছে বলে খবর ছড়ায়। এর পরই ওই এলাকায় খননকার্য চালানো হয়। খননের পরই উদ্ধার করা হয়েছে মূর্তিগুলি।

যে দু’টি অক্ষত মূর্তি পাওয়া গিয়েছে, তার মধ্যে একটি বিষ্ণুর দশাবতারের। অন্যটি ভগবান বিষ্ণুর বরাহ অবতারের। এই প্রসঙ্গে সংবাদ সংস্থাকে ওড়িশার জেলা সাংস্কৃতিক আধিকারিক দুর্যোধন মল্লিক বলেছেন, ‘‘জাজপুরে বৈতরণী নদীর ওই ঘাটে মূল্যবান মূর্তি থাকার খবর পাওয়ার পরই খননকার্য শুরু করা হয়। উদ্ধার হওয়া মূর্তিগুলি দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীর।’’

স্থানীয় বাসিন্দাদের মতে, যে এলাকা থেকে ওই মূর্তিগুলি উদ্ধার করা হয়েছে, সেখানে এক সময় উৎকলের (বর্তমান নাম ওড়িশা) রাজধানী ছিল। সেই সময় কেশরী বংশের শাসন চলছিল। তাই ওই এলাকা থেকে প্রাচীন মূর্তির সন্ধান পাওয়া যেতে পারে। উদ্ধার হওয়া মূর্তিগুলি সংগ্রহশালায় রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

অন্য বিষয়গুলি:

Sculpture Odisha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE