ব্যক্তিগত শত্রুতার জেরে পড়শির ২৮টি পায়রাকে মেরে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রে।
শিন্দেনগরে কাজল রায়ের বাড়ির ঘটনা। স্থানীয় সূত্রে খবর, কাজলের ৫০টি পোষ্য পায়রা রয়েছে। তাঁর অভিযোগ, সন্ধ্যায় পায়রাগুলির অস্বাভাবিক ডাক শুনতে পান। কেন পায়রাগুলি ওই ভাবে ডাকছে, কেন ছটফট করছে, তা দেখার জন্য ছাদে উঠেছিলেন। সেখানেই বড় খাঁচার মধ্যে পায়রাগুলি ছিল।
কাজলের দাবি, তিনি ছাদে উঠতেই প্রতিবেশী মোহিতকে ছাদ টপকে পালাতে দেখেন। তার পরই পায়রার খাঁচার কাছে চমকে ওঠেন। দেখেন খাঁচার চারপাশে বেশ কয়েকটি পায়রা নিথর পড়ে রয়েছে। সেগুলির মধ্যে কোনওটি আবার ছটফট করছিল। কাজলের দাবি, ২৮টি পায়রার ঘাড় মটকে দিয়েছেন মোহিত। যার জেরে সেগুলির মৃত্যু হয়েছে।
এই ঘটনার পরই মোহিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কাজল। বন দফতরকেও খবর দেওয়া হয়। বন দফতরকে খবর দেওয়ার পর কাজলের বাড়ি থেকে মৃত পায়রাগুলি উদ্ধার করা হয়। কাজলের দাবি, মোহিতের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল বেশ কয়েক দিন আগে। তারই প্রতিশোধ নিতে তাঁর পোষ্য পায়রাগুলিকে মেরে ফেলেছেন মোহিত। তদন্ত শুরু করেছে পুলিশ।