Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Heart Attack in Gym

জিমে ঘাম ঝরাতে ঝরাতেই হৃদ্‌রোগে আক্রান্ত, মৃত্যু হল গাজ়িয়াবাদের ২৬ বছরের যুবকের

জিমে কসরত করতে করতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন ২৬ বছরের কপিল। তার পর ক্রমশ আরও অবনতি হতে থাকে তাঁর স্বাস্থ্যের। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় কপিলকে।

representational image

— প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১৬:০৮
Share: Save:

জিমে কসরত করতে করতে হৃদ্‌রোগে আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের ২৬ বছর বয়সি যুবক। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গাজ়িয়াবাদের বৃন্দাবন বিহারের জিমে কসরত করতেন খুরদার সরস্বতী বিহারের বাসিন্দা কপিল। রোজকার মতো সে দিন জোরকদমে চলছিল অনুশীলন। জিম করতে করতেই আচমকা বুকে ব্যথা এবং শরীরে অস্বস্তি বোধ করতে থাকেন কপিল। সেই সময় জিমে উপস্থিত লোকজন কপিলের পরিচর্যা করেন। কিন্তু ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কপিলকে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গত রবিবারই বেঙ্গালুরু আইআইএমের কৃতী ছাত্র আয়ুষ গুপ্তের মৃত্যু হয় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে। সেই ঘটনার ক’দিনের মধ্যেই আবার এক তরুণের মৃত্যু হল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে। এমনকি, স্কুলের পড়ুয়াদের মধ্যেও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঘটনা নজরে আসছে। যে ঘটনা দুশ্চিন্তার ছাপ ফেলছে মানুষের মধ্যে। সাধারণত এত কম বয়সে কেউ হৃদ্‌রোগে আক্রান্ত হন না। কিন্তু সাম্প্রতিক অতীতে একাধিক এমন ঘটনা ঘটেছে যা পুরনো ধারণাকে বদলে দিচ্ছে আমূল। ইদানীং এর পিছনে জীবনযাত্রার প্রভাবের কথা বলছেন, আবার কারও কাছে এটি কোভিড অতিমারির সুদূরপ্রসারী প্রভাব। কারণ যাই হোক, হৃদ্‌রোগের থাবায় মাত্র ক’দিনের মধ্যেই ঝরে গেল দু’টি তরতাজা প্রাণ।

অন্য বিষয়গুলি:

Heart Attack in Gym Death Youth Ghaziabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy