—প্রতীকী চিত্র।
গুরুগ্রামে রহস্যজনক ভাবে মৃত্যু হল মিষ্টু সরকার নামের এক বাঙালি বিমানসেবিকার। বুধবার সকালে গুরুগ্রামের ডিএলএফ-এর ৩নং ফেজের একটি ফ্ল্যাট ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।ওই ফ্ল্যাটে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন মিষ্টু। তাঁর বাবার অভিযোগে, ফ্ল্যাটের মালিক ওই তরুণীকে মানসিক ভাবে নির্যাতন করছিলেন বেশ কয়েক দিন ধরে। তার জেরেই আত্মঘাতী হয়েছেন ওই তরুণী।
পুলিশ সূত্রে খবর, এক বেসরকারি বিমানসংস্থায় কাজ করতেন ২৩ বছর বয়সি এই তরুণী। তাঁর বাবা পুলিশকে জানান, মঙ্গলবার মধ্যরাতে মিষ্টু বাড়িতে ফোন করে। জানান বারবার তাঁকে উত্যক্ত করছেন বাড়িওয়ালা। কথা বলার সময়ে অঝোরে কাঁদছিলেন মিষ্টু। তিনি আরও বলেন, ওই বাড়িওয়ালা তাঁর ফোন হ্যাক করেছেন, বাড়ি থেকে বের হতেও দিচ্ছেন না। সব শুনে তিনি মেয়েকে শিগগির বাড়ি চলে আসতে বলেন।
এর কিছুক্ষণ পরেই সিলিংয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। সকাল বেলায় বাড়িওয়ালাই মিষ্টুর আত্মহত্যার খবর দেন তাঁর বাবাকে। ডিএলএফ তিন নম্বর থানার পুলিশের সঙ্গে মিষ্টুর বাবা যোগাযোগ করেন। সকাল সাড়ে আটটা নাগাদ পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:ফুঁসছে দেশ, নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যে রাজ্যে বিক্ষোভ
আরও পড়ুন:বেঙ্গালুরুতে হেনস্থা রামচন্দ্র গুহকে, দিল্লিতে আটক যোগেন্দ্র যাদব, প্রতিবাদ মমতার
দিল্লির সিভিল হাসপাতালের ফরেন্সিক বিশেষজ্ঞ পবন চৌধুরী জানাচ্ছেন, এই তরুণী নিজের গলায় ফাঁস দিয়েছিলেন। তাঁর শরীরে অন্য কোনও ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। বৃহস্পতিবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ৩০৬ নং ধারায় (আত্মহত্যায় প্ররোচণা) অভিযোগ দায়ের করেছে মিষ্টুর পরিবার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy