Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
MCD

মেয়র শেলির বিরুদ্ধে হাই কোর্টে বিজেপি, দিল্লি পুরসভায় এ বার পোস্টারযুদ্ধে কাউন্সিলররা

গত ডিসেম্বর মাসে দিল্লি পুরসভার নির্বাচন মিটে গিয়েছিল । তারপর তিন বার মেয়র নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলেও আপ এবং বিজেপি কাউন্সিলরদের মধ্যে গন্ডগোলের জেরে তা ভন্ডুল হয়ে যায়।

2 BJP Councillors cove Delhi HC Against MCD Mayor Shelly Oberoi’s invalid vote decision

বিজেপির নিশানায় দিল্লির মেয়র শেলি ওবেরয়। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪১
Share: Save:

মেয়র নির্বাচনের পরেও বিতর্ক মিটছে না দিল্লি পুরসভায়। দুই বিজেপি কাউন্সিলর এ বার পুরসভার স্থায়ী সমিতির নির্বাচনে তাঁদের ভোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন। তারই মধ্যে পুর অধিবেশনে দেখা গেল আম আদমি পার্টি (আপ) এবং বিজেপি কাউন্সিলরদের পোস্টার যুদ্ধ।

শিখা রায় এবং কমলজিৎ সেহরাওয়াত নামে ওই দুই বিজেপি কাউন্সিলরের দাবি, নিয়ম বহির্ভূত ভাবে তাঁদের ভোট বাতিল করেছেন, নবনির্বাচিত মেয়র তথা আপ নেত্রী শেলি ওবেরয়। শুক্রবার পুরসভার স্থায়ী সমিতির ছ’টি পদে ভোটাভুটির পরেই মেয়রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান তাঁরা। দিল্লি হাই কোর্ট দুই কাউন্সিলরের আবেদন গ্রহণ করেছে। শনিবার মামলার শুনানি শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে দিল্লি পুরসভার নির্বাচন মিটে গিয়েছিল । তারপর তিন বার মেয়র নির্বাচনের দিন ক্ষণ ঘোষিত হলেও আপ এবং বিজেপি কাউন্সিলরদের মধ্যে গন্ডগোলের জেরে তা ভন্ডুল হয়ে যায়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মেয়র নির্বাচনে লেফটেন্যান্ট গভর্নর মনোনীত সদস্যদের ভোটাধিকার খারিজ করায় গত বুধবার ভোটাভুটিতে বিজেপির রেখা গুপ্তকে ১৫০-১১৬ ফলে হারিয়ে মেয়র নির্বাচিত হন শেলি।

অন্য বিষয়গুলি:

MCD Delhi High Court AAP BJP Delhi Delhi Mayor Election Delhi Mayor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy