Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
President Election 2022

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

সংসদে বাদল অধিবেশনের দ্বিতীয় দিন। উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন মার্গারেট। পশ্চিমবঙ্গের পরবর্তী স্থায়ী রাজ্যপাল কে?

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ০৭:৪২
Share: Save:

আজ, মঙ্গলবার সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিন। এই অধিবেশনে বেশ কয়েকটি বিল আনতে চলেছে শাসক শিবির। কী কী বিল আসে এবং সংসদে কোন কোন বিষয়ে আলোচনা হয় সে দিকে নজর থাকবে।

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

মার্গারেটের মনোনয়ন

আজ উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন পেশ করবেন ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা। দুপুর নাগাদ তাঁর মনোনয়ন পেশ করার কথা।

রাষ্ট্রপতি নির্বাচনের গণনার প্রস্তুতি

সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়েছে। এ বার হবে গণনা। সেই জন্য প্রস্তুতি শুরু হয়েছে। আজ সেই দিকে নজর থাকবে।

পশ্চিমবঙ্গের পরবর্তী স্থায়ী রাজ্যপাল

সোমবার পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন লা গণেশন। তবে শীঘ্রই স্থায়ী রাজ্যপাল পেতে চলেছে রাজ্য। পরবর্তী স্থায়ী রাজ্যপাল হিসাবে কার নাম উঠে আসছে সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যপালের শপথ নিয়ে বিতর্ক

পশ্চিমবঙ্গে অন্তর্বর্তীকালীন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যের বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ শাসকদলের অনেককেই আমন্ত্রণ করা হয়েছে। ফলে এই বিতর্কের দিকে আজ নজর থাকবে।

২১ জুলাই সমাবেশের প্রস্তুতি

মাঝে আর এক দিন। তার পরেই তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ রয়েছে। ওই সমাবেশের প্রস্তুতির দিকে আজ নজর থাকবে।

২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে মামলা

২১ জুলাইয়ের সমাবেশ বাতিল বা ভার্চুয়াল মাধ্যমে করানোর আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আজ এই মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রাথমিকে নিয়োগ মামলা ডিভিশন বেঞ্চে

আজ প্রাথমিক স্কুলে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। সেখানে রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআইয়ের। শুনানিতে কী জানা গেল সে দিকে নজর থাকবে।

দুই মাঙ্কি পক্স রোগীর খবর

এর আগে দেশে মাত্র এক জন আক্রান্তের খোঁজ মিলেছিল। সোমবার কেরলে আরও এক জন মাঙ্কি পক্স আক্রান্তের হদিস মিলেছে। ফলে দেশের সমস্ত স্থলবন্দর এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, মাঙ্কি পক্সের সংক্রমণ রুখতে বিদেশ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। আজ ওই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

কলকাতা-সহ দেশের কোভিড পরিস্থিতি

সোমবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৬,৯৩৫। রাজ্যভিত্তিক কোভিডের সার্বিক পরিস্থিতি লক্ষ করলে দেখা যায়, দেশে দৈনিক সংক্রমণের তালিকায় এখনও শীর্ষে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৬৫৯। এর পরে রয়েছে কেরল (২,৬০৪), তামিলনাড়ু (২,৩১৬), মহারাষ্ট্র (২,১৮৬) ও কর্নাটক (৯৪৪)। আজ দেশের কোথায়, কত সংক্রমণ হয় সে দিকে নজর থাকবে।

শ্রীলঙ্কার পরিস্থিতি

জনরোষ এড়াতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে আগেই ইস্তফা দিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। আগামী কাল, বুধবার শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। তা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।

ইউরোপের তাপপ্রবাহ

ইউরোপের কিছু অংশে তাপপ্রবাহ তৈরি হয়েছে। দাবানলে পুড়ছে কয়েক হেক্টর এলাকা। আগুন নেভাতে কাজে লাগানো হয়েছে হাজারেরও বেশি দমকলকর্মীকে। তীব্র তাপপ্রবাহের কারণে ঘরছাড়া বহু মানুষ। এই অবস্থায় আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।

ভূপিন্দর সিংহের মৃত্যুর ফলো আপ

সোমবার প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী ভূপিন্দর সিংহ। বয়স হয়েছিল ৮২ বছর। বলিউড সঙ্গীত দুনিয়ার কাছে তিনি গজল সম্রাট নামে খ্যাত। বাংলা ও হিন্দি ভাষায় তাঁর অজস্র গান রয়েছে। বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান শিল্পী। করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হল তাঁর। শেষকৃত্যের দিকে নজর থাকবে।

অন্য বিষয়গুলি:

President Election 2022 Mamata Banerjee TMC Martyr's Day Margaret Alva
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy