Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪
Bihar Fake IPS Arrested

দালালকে দু’লক্ষ টাকা দিয়ে ‘আইপিএস’ হয়েছিলেন, খেলনা বন্দুক সমেত ধরা পড়লেন বিহারের তরুণ

অভিযুক্ত তরুণের নাম মিথিলেশ। সদ্য আঠারোয় পা দিয়েছেন তিনি। শুক্রবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, নিজেকে শিক্ষানবিশ আইপিএস অফিসার বলে দাবি করছিলেন ওই তরুণ।

গ্রেফতার হওয়া তরুণ।

গ্রেফতার হওয়া তরুণ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩২
Share: Save:

পড়াশোনা ক্লাস টেন পর্যন্ত। এর পর দালালকে দু’লক্ষ টাকা দিয়ে ‘আইপিএস’ হয়েছিলেন। জোগাড় হয়ে গিয়েছিল পুলিশের ইউনিফর্ম, খেলনা বন্দুকও! কিন্তু বেশি দিন সবার চোখে ধুলো দেওয়া গেল না। পুলিশের হাতেই গ্রেফতার হলেন বিহারের তরুণ।

সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক দল পুলিশ এক তরুণকে জেরা করছে। তরুণের পরনে পুলিশের ইউনিফর্ম। শেষমেশ জেরার মুখে পুলিশের হাতে একটি খেলনা বন্দুক তুলে দিচ্ছেন তিনি!

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তরুণের নাম মিথিলেশ মাঝি। সদ্য আঠারোয় পা দিয়েছেন তিনি। মিথিলেশ লখিসরাইয়ের গোবর্ধন বিঘা গ্রামের বাসিন্দা। শুক্রবার সিকান্দ্রা বাজারে ইউনিফর্ম পরে ঘুরে বেড়ানোর সময়েই তাঁকে গ্রেফতার করে পুলিশ। নিজেকে শিক্ষানবিশ আইপিএস অফিসার বলে দাবি করছিলেন ওই তরুণ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন মিথিলেশ।

ধরা পড়ার পরে অবশ্য ভুল স্বীকার করে নিয়েছেন ওই তরুণ। তিনি জানিয়েছেন, এক দালালকে ২ লক্ষ ৩০ হাজার দিয়ে ‘আইপিএস’ হয়েছিলেন তিনি। জামুইয়ের মহকুমা পুলিশ আধিকারিক সতীশ কুমার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘ওই তরুণকে গ্রেফতার করা হয়েছে। জেরায় জানা গিয়েছে, জনৈক মনোজ সিংহকে চাকরি পাওয়ার জন্য প্রায় ২ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bihar IPS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE