এক কিশোরীকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে। তাঁর হাত থেকে বাঁচতে চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম হয় ওই কিশোরী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অওরাঙ্গাবাদে।
দুপুর ১২টা। টিউশন শেষে বাড়িতে ফেরার জন্য অটো ধরেছিল বছর সতেরোর কিশোরী। যে অটোতে সে উঠেছিল তাতে সেই সময় আর কোনও যাত্রী ছিল না। অভিযোগ, কিছু দূর এগোতেই চালক কিশোরীর সঙ্গে আলাপচারিতা শুরু করেন। এ কথা, সে কথা থেকে তিনি জানতে চান কিশোরীর ব্যাগে কী আছে। তখন রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটছিল সেই অটো।
অভিযোগ, আরও কিছুটা এগোতেই চালক কিশোরীকে নানা রকম অশ্লীল ইঙ্গিত এবং কথা বলতে শুরু করেন। পুলিশের কাছে কিশোরী দাবি করেছে, একটা সময় চালক তার কাছে জানতে চায়, সে শারীরিক সম্পর্কে আগ্রহী কি না। ক্রমে চালকের অশ্লীলতার সীমা ছাড়াতে সে ভয় পেয়ে যায়। ভয়ে অটো থেকে লাফ মারার সিদ্ধান্ত নেয়। চলন্ত অটো থেকে লাফ মারতেই রাস্তায় আছড়ে পড়ে কিশোরী, আর চালক সেখান থেকে দ্রুত গতিতে বেরিয়ে যান।
In Aurangabad, rickshaw driver Syed Akbar(39) allegedly passed sexual remarks and tried to molest a minor girl.
— Shubhankar Mishra (@shubhankrmishra) November 17, 2022
The girl jumped out of the speeding rickshaw, sustained injuries and has been admitted in a hospital. pic.twitter.com/XkCguLuuYE
আরও পড়ুন:
অটো থেকে এক কিশোরীকে রাস্তায় পড়ে যেতে দেখে পথচারীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। খবর দেওয়া হয় পুলিশকেও। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবারই অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ক্রান্তি চক থানায় পকসো আইনে মামলা রুজু হয়েছে। বুধবার অটোচালককে স্থানীয় আদালতে তোলা হলে তাঁকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশে দিয়েছেন বিচারক।
পুলিশ জানিয়েছে, পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছে কিশোরী। আইসিইউতে ভর্তি রয়েছে সে। অটো থেকে এক কিশোরী লাফ মারছে, এই ভিডিয়ো বুধবার প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
এই ঘটনা প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত যাতে এই মামলার তদন্ত করে অভিযুক্তকে শাস্তি দেওয়া যায়, তার ব্যবস্থা করতেও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।