Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Poisonous fruit

বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে উত্তরপ্রদেশে অসুস্থ ১৬ শিশু

স্থানীয় সূত্রে খবর, কাশিরাম আবাস কলোনিতে জীবন বিমা নিগম (এলআইসি)-এর ক্যাম্পাসের মাঠে খেলছিল ওই শিশুরা। খেলার সময় বাদাম ভেবে বিষাক্ত জাট্রোফা ফল খেয়ে ফেলে তারা।

ছবি— সংগৃহীত।

ছবি— সংগৃহীত।

সংবাদ সংস্থা
মির্জাপুর শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫০
Share: Save:

বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে উত্তরপ্রদেশে অসুস্থ হয়ে পড়ল ১৬ শিশু। রবিবার মির্জাপুরের চুনার থানা এলাকার। অসুস্থ শিশুদের ডিভিশনাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই শিশুদের অবস্থা এখন স্থিতিশীল।

স্থানীয় সূত্রে খবর, কাশিরাম আবাস কলোনিতে জীবন বিমা নিগম (এলআইসি)-এর ক্যাম্পাসের মাঠে খেলছিল ওই শিশুরা। খেলার সময় বাদাম ভেবে বিষাক্ত জাট্রোফা ফল খেয়ে ফেলে তারা। তার পর থেকেই শিশুদের পেটে ব্যথা, বমি শুরু হয়। প্রথমে তাদের চুনারের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ডিভিশনাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অসুস্থ হয়ে পড়া এক শিশুর আত্মীয় জয় কুমারী বলেন, ‘‘স্কুল থেকে ফিরে মাঠে খেলতে গিয়েছিল ওরা। সেখানেই ওই কাণ্ড ঘটে। বাদাম ভেবে কালো রঙের ফল খেয়ে ফেলেছিল ওরা।’’

অন্য বিষয়গুলি:

Poisonous Foods Mirzapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE