তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করল ১৫ বছরের এক কিশোর। পালানোর চেষ্টা করলে স্থানীয়দের হাতে ধরা পড়ে সে। তাঁরাই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি ঘটেছে অসমের করিমগঞ্জ জেলায়।
আরও পড়ুন:
ঘটনাটি রবিবার রাতের। নিগৃহীতা কিশোরীর বাড়িতে খেলতে এসেছিল ওই কিশোর। সেই সময়েই ১৫ মিনিটের জন্য বাইরে বেরিয়েছিলেন শিশুটির মা। ফিরে এসে তিনি দেখেন, কিশোর বিবস্ত্র অবস্থায় রয়েছে। তাঁর মেয়েকেও বিবস্ত্র করার চেষ্টা করছিল সে। মেয়েটির মা’কে ফিরতে দেখে পালানোর চেষ্টা করে ওই কিশোর। তখনই প্রতিবেশীদের হাতে ধরা পড়ে যায় সে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানিয়েছেন, ছেলেটি নাবালক হওয়ায় এ ক্ষেত্রে মামলাটির বিচার করবে জুভেনাইল জাস্টিস বোর্ড (জেজেবি)। ইতিমধ্যেই নির্যাতিতা শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। শিশুর পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।