Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Peacock

বিষ খেয়ে মৃত্যু ১৫টি ময়ূরের, কারণ খুঁজতে গিয়ে বিস্মিত পুলিশ, গ্রেফতারও হলেন এক

একটি খামারবাড়ির চৌহদ্দির মধ্যে পড়েছিল ১৫টি ময়ূরের মৃতদেহ। এর মধ্যে ৮টি ময়ূর এবং ৭টি ময়ূরী। পুলিশ ওই খামারবাড়ির মালিককে গ্রেফতার করেছে।

ময়নাতদন্তের পর সমাধিস্থ করা হয়েছে ময়ূরগুলিকে।

ময়নাতদন্তের পর সমাধিস্থ করা হয়েছে ময়ূরগুলিকে। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
ত্রিচি শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১৯:১৮
Share: Save:

একটি বাড়ির চৌহদ্দির মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল ১৫টি ময়ূরের মৃতদেহ। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারল, ময়ূরগুলির মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। ইঁদুর মারার বিষ মেশানো ভাত খাওয়ানো হয়েছিল পাখিগুলিকে। পুলিশ এই ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ত্রিচিতে। বন দফতর জানিয়েছে, মৃত পাখিগুলির মধ্যে ৮টি ময়ূর এবং ৭টি ময়ূরী ছিল। খাবারের খোঁজেই তারা ওই থামারবাড়ির চৌহদ্দিতে দলবেধে ঢুকেছিল। কিন্তু বাড়ির ভিতরে রাখা বিষ মেশানো ভাত খেয়ে মারা যায়।

ত্রিচিতে মৃত ময়ূরের দেহ ঘিরে বন দফতরের কর্মীরা।

ত্রিচিতে মৃত ময়ূরের দেহ ঘিরে বন দফতরের কর্মীরা। ছবি: সংগৃহীত

এই ঘটনায় ওই খামারবাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম পিচাই। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বয়স ৮০ বছর। পুলিশকে পিচাই জানিয়েছেন, ওই বিষ মেশানো ভাত তিনি রেখেছিলেন ইঁদুর মারার জন্যই। ইঁদুর ফসল নষ্ট করে বলেই পরিকল্পনা করে ফাঁদ পেতেছিলেন। যদিও পিচাইকে এর পরও গ্রেফতার করেছে পুলিশ।

বনদফতরের তরফে জানানো হয়েছে, ময়ূরগুলির ময়নাতদন্ত করে তাদের সমাধিস্থ করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Peacock
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE