শনির সাড়েসাতি কথাটির সাথে কমবেশি আমরা সকলেই পরিচিত। সাধারণ মানুষের কাছে সাড়েসাতি ভয় বা আতঙ্ক সৃষ্টিকারী শব্দ হলেও বিষয়টা কিন্তু তেমন ভয়ঙ্কর নয়। শনি ধীর গতিসম্পন্ন গ্রহ, প্রত্যেক রাশিতে কমবেশি ২ বছর ৬ মাস অবস্থান করে। চন্দ্র রাশির দ্বাদশে, চন্দ্র রাশিতে এবং চন্দ্র রাশির দ্বিতীয়ে শনির অবস্থানের সাড়ে সাত বছর সময়কালকে শনির সাড়েসাতি বলে। শনির সারেসাতি মানেই যে শুধু অশুভ, তেমনটা নয়। সাড়েসাতির প্রভাবে এই সাড়ে সাত বছরে মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছে যেতেও দেখা যায়। সাড়েসাতিতে কারা শুভ বা অশুভ ফল পাবেন, তা নির্ভর করে সেই ব্যক্তির রাশি, লগ্ন, দশা, অন্তর্দশা , জন্মছকে গ্রহের অবস্থান, কর্মফল ইত্যাদির উপর। জ্যোতিশাস্ত্রে শনিদেবকে (শনি গ্রহ) ন্যায় বিচারক, কর্মফলদাতা গ্রহ বলা হয়। এই কারণে প্রাপ্ত ফল নির্ভর করে কর্মফলের উপর। কর্মফল অনুযায়ী শনিদেব সাড়েসাতি, কণ্টক শনি, অর্ধ কণ্টক শনি এবং শনির দশা চলা কালে শুভ বা অশুভ ফল দান করে।
আরও পড়ুন:
শনি গ্রহের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনও কোনও রাশির সাড়েসাতি শেষ হয় এবং কোনও কোনও রাশির সারেসাতি শুরু হয়।
শনির সারেসাতি সাধারণত তিনটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়, অর্থাৎ প্রথম আড়াই বছর শনি রাশির দ্বাদশে অবস্থান করে। দ্বিতীয় পর্যায়, অর্থাৎ সাড়েসাতি শুরুর আড়াই বছরের পর থেকে পাঁচ বছর সময়কালকে ধরা হয়। এই সময় শনি চন্দ্র রাশিতে অবস্থান করে। তৃতীয় পর্যায়, অর্থাৎ সাড়েসাতি শুরুর পাঁচ বছরের পর থেকে সাড়ে সাত বছর সময়কাল পর্যন্ত সময়কে বলা হয়। এই সময় শনি চন্দ্র রাশির দ্বিতীয়ে অবস্থান করে।
আরও পড়ুন:
২৯ মার্চ ২০২৫, ভারতীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে শনি রাশি পরিবর্তন করে মীন রাশিতে গমন করবে।
শনি গ্রহের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেষ রাশির সাড়েসাতি শুরু হবে এবং মকর রাশির সাড়েসাতি শেষ হবে।
সাড়েসাতির প্রথম পর্যায় শেষ হয়ে দ্বিতীয় পর্যায় শুরু হয়ে যাবে মীন রাশির।
কুম্ভ রাশির সাড়েসাতির দ্বিতীয় পর্যায় শেষ হয়ে তৃতীয় বা শেষ পর্যায় শুরু হবে।
মীন রাশির সাড়েসাতির দ্বিতীয় পর্যায় এবং কুম্ভ রাশির সাড়েসাতি শেষ হবে ২০২৭ সালের ২ জুন। ৩ জুন ২০২৭ শনি রাশি পরিবর্তন করবে।