Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Alum

ফিটকিরি দিয়ে করা এই ক’টি উপায় সংসারে শুভ প্রভাব বয়ে আনে

এই কথাটা প্রচলিত আছে যে, কপালে যা লেখা আছে আমাদের জীবনে তা-ই ঘটবে। কিন্তু এই কথাটাও সত্যি যে জ্যোতিষে কিছু উপায় রয়েছে যার সাহায্য নিলে নানা দিক থেকে জীবনের সমস্যার সমাধান হতে পারে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ০৭:৫৬
Share: Save:

এই কথাটা প্রচলিত আছে যে, কপালে যা লেখা আছে আমাদের জীবনে তা-ই ঘটবে। কিন্তু এই কথাটাও সত্যি যে জ্যোতিষে কিছু উপায় রয়েছে যার সাহায্য নিলে নানা দিক থেকে জীবনের সমস্যার সমাধান হতে পারে। জ্যোতিষ উপায় করার জন্য ফিটকিরি অত্যন্ত উপকারী একটি জিনিস।

উপায়—

• সংসারে সুখ শান্তি বজায় রাখতে একটা পানপাতার ওপর অল্প ফিটকিরি ও সিঁদুর নিয়ে মুড়িয়ে অশ্বত্থ গাছের নীচে পুঁতে দিলে খুব উপকার পাওয়া যায়।

• স্বামী-স্ত্রী কলহ যদি অত্যন্ত বেড়ে যায়, তা হলে রাতে বাড়ির কর্তার মাথার কাছে একটা পাত্রে কিছুটা জল ও ফিটকিরি সারা রাত রেখে পরের দিন সেই জল বট গাছে অর্পণ করলে ভাল ফল পাওয়া যায়।

• নজর-দোষ থেকে বাঁচার জন্য যে মানুষের নজর আছে তাঁর মাথার ওপর থেকে পা পর্যন্ত সাতটা ফিটকিরির টুকরোকে ঘুরিয়ে নিয়ে তা আগুনে পুড়িয়ে ফেলতে হবে।

• সপ্তাহে অন্তত তিন দিন ফিটকিরির জলে স্নান করা অত্যন্ত উপকারী।

• প্রতি দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ফিটকিরির গুড়ো দিয়ে দাঁত পরিষ্কার করলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

• যে কোনও ব্যবসায় দ্বিগুণ উন্নতি করতে দোকানের দরজার সামনে কালো কাপড়ে কিছুটা ফিটকিরি বেঁধে ঝুলিয়ে দিন।

• যে কোনও ভাল তিথিতে একটা কালো কাপড়ে কিছুটা ফিটকিরি এবং পাঁচটা নীল রঙের ফুল নিয়ে একসঙ্গে মন্দিরে প্রদান করুন।

• যদি মনে হয় ঘরে বাস্তু দোষ দেখা যাচ্ছে বা ঘরে নেগেটিভ এনার্জি খুবই বৃদ্ধি পাচ্ছে, তা হলে দরজা বা জানলার সামনে একটা কাচের পাত্রে কিছুটা ফিটকিরি রেখে দিন।

অন্য বিষয়গুলি:

Alum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy