মহাশিবরাত্রির দিন ৪ প্রহরে ৪ বার শিবের পুজো করার নিয়ম রয়েছে।
‘হর হর মহাদেব’। ‘ওঁ নমঃ শিবায়’। নানা ভাবে আমরা মহাদেবকে ডাকি। মহাশিবরাত্রির দিন ৪ প্রহরে ৪ বার শিবের পুজো করার নিয়ম রয়েছে। ৪ প্রহরে দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল দিয়ে মহাদেবেকে স্নান করাতে হয়। তার পর সাদা চন্দন এবং হলুদ কুমকুম মাখাতে হয়। এতে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। মনে করা হয়, মহাদেবের পুজো করলে মনে শান্তি আসে, মন থেকে সকল প্রকার রাগ, হিংসা দূর হয়ে যায়।
শিবরাত্রির আগের দিন সংযম করার নিয়ম রয়েছে। সেই দিন সিদ্ধ চাল ও রোজকার ব্যবহারের সাধারণ নুন খেতে নেই। সেই দিন আতপ চাল এবং সৈন্ধব লবণ খেতে হয়। এ ছাড়া যদি কেউ মনে করেন, সেই দিন অন্ন না খেয়ে ময়দার তৈরি খাবার খেতে পারেন।
টোটকা
০ শিবরাত্রির দিন বেলপাতা অবশ্যই শিবের মাথায় দিতেই হবে। এর সঙ্গে বেল গাছের যে ফুল হয়, সেই ফুল দেওয়া অত্যন্ত শুভ বলে মানা হয়। মনে রাখবেন, সুগন্ধি বেল ফুল নয়, বেল গাছে যে ফুল হয় সেই ফুল।
০ এই দিন কিছু পরিমাণ কালো তিল জলে ফুটিয়ে স্নান করা অত্যন্ত শুভ।
০ বিবাহযোগ্যা হওয়া সত্ত্বেও যে মেয়েদের বিয়ে হচ্ছে না, তাঁরা এই দিন আকন্দ ফুলের মালা শিবের গলায় পরালে বিবাহে বাধা কেটে যাবে।
০ শিবরাত্রির দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়।
০ এ দিন শিবকে আকন্দ, কলকে, নীলকণ্ঠ, ধুতুরা ফুল অর্পণ করতেই হয়।
০ যে কোনও সাদা রঙের মিষ্টান্ন দিলে মহাদেব খুবই প্রসন্ন হন।
০ এই দিন অবশ্যই ১০৮ বার ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy