Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

১৪২৬ সনের জগদ্ধাত্রী পূজার নির্ঘণ্ট ও সময়সূচি

মহিষাসুর বধের পর দেবতারা আনন্দ উৎসবে মত্ত ছিলেন। দেবী দুর্গা অসুরকে বধ করেছেন ঠিকই, কিন্তু দেবী তো আসলে দেবতাদের সম্মিলিত শক্তিরই প্রকাশ। ফলে দেবতারা এমন একটা ভাব করছিলেন, যেন এই কৃতিত্ব তাঁদেরই। দেবতাদের এই মূর্খ আস্ফালন দেখে দেবী অলক্ষে থেকে একটা ঘাসের টুকরো ছুড়ে দেন তাঁদের দিকে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ০০:০৫
Share: Save:

প্রথমত জেনে নেওয়া যাক, কে এই জগদ্ধাত্রী দেবী?

কোনও কোনও মতে, মহিষাসুর বধের পর দেবতারা আনন্দ উৎসবে মত্ত ছিলেন। দেবী দুর্গা অসুরকে বধ করেছেন ঠিকই, কিন্তু দেবী তো আসলে দেবতাদের সম্মিলিত শক্তিরই প্রকাশ। ফলে দেবতারা এমন একটা ভাব করছিলেন, যেন এই কৃতিত্ব তাঁদেরই। দেবতাদের এই মূর্খ আস্ফালন দেখে দেবী অলক্ষে থেকে একটা ঘাসের টুকরো ছুড়ে দেন তাঁদের দিকে। ইন্দ্র বজ্র নিয়ে এসেও সেই টুকরোকে নষ্ট করতে পারলেন না। বায়ু পারলেন না ওড়াতে। অগ্নি পারলেন না পোড়াতে। বরুণদেবও পারলেন না ভাসিয়ে দিতে। দেবতাদের এই দুরবস্থা দেখে শেষে তাঁদের সামনে আবির্ভূতা হলেন পরমাসুন্দরী চতুর্ভুজা মূর্তি। তিনিই জগদ্ধাত্রী। দেবতারা ফের একবার বুঝলেন, এই দেবীই এই জগতের ধারিণী শক্তি।

অন্য একটি মতে, যুদ্ধের সময় মহিষাসুর নানা রূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছিল দেবীকে। সেই করতে করতে যেই অসুর হাতির রূপ ধরেছে, দেবী তখন ধারণ করলেন এক চতুর্ভুজা মূর্তির রূপ। চক্র দিয়ে তিনি উড়িয়ে দিলেন হাতির শুঁড়। দেবীর ওই রূপটিই জগদ্ধাত্রীর। জগদ্ধাত্রীর মূর্তিতে সঙ্গে মহিষাসুর নেই। দেবী উপবিষ্টা। লক্ষ্মী-সরস্বতী, কার্তিক-গণেশ নেই। জয়া-বিজয়া আছে। পুজোর রীতিও দু্র্গাপুজোর মতোই। তবে বোধন হয় না। নবমী তিথিতে একই দিনে দুর্গাপুজোর রীতি মেনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো অনুষ্ঠিত হয়। দেবীর বাহন সিংহের পায়ের কাছে হস্তিমুণ্ড থাকে। সংস্কৃতে হাতির নাম করী, তাই সেই অসুর, যাকে দেবী বধ করেছিলেন, তার নাম করীন্দ্রাসুর।

আরও পড়ুন: এই ফুল গাছের মূল দিয়ে একটা কাজ, আপনার জীবনকে সমৃদ্ধিতে ভরে তুলবে

আসুন জেনে নেওয়া যাক, ১৪২৬ সনের জগদ্ধাত্রী পূজার নির্ঘণ্ট ও সময়সূচি (বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা)মতে:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

সপ্তমী:

সপ্তমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৫ কার্তিক ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ০৩/১১/২০১৯।

সময়: রাত্রি ১১টা ০১ মিনিট থেকে।

সপ্তমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৬ কার্তিক ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ০৪/১১/২০১৯।

সময়: রাত্রি ০২টো ৫৬ মিনিট পর্যন্ত।

পূর্বাহ্ন ৯টা ২৮ মিনিট মধ্যে প্রথম কল্পীয় সপ্তম্যাদি কল্পে সপ্তমী বিহিত শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা প্রশস্তা

অষ্টমী:

অষ্টমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৬ কার্তিক ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ০৪/১১/২০১৯।

সময়: রাত্রি ০২টো ৫৬ মিনিট থেকে।

অষ্টমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৭ কার্তিক ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ০৫/১১/২০১৯।

সময়: ভোররাত্রি ০৪টো ৫৭ মিনিট পর্যন্ত।

পূর্বাহ্ন ৯টা ২৯ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টা ৯ মিনিট মধ্যে পুনরায় সকাল ৮টা ৩৩ মিনিট থেকে ৯টা ২৯ মধ্যে প্রথম কল্পীয় সপ্তম্যাদিকল্পে অষ্টমী বিহিত শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা প্রশস্তা।

আরও পড়ুন: বৃহস্পতিবার কেন আমরা লক্ষ্মী পুজো করি

নবমী:

নবমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৮ কার্তিক ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ০৫/১১/২০১৯।

সময়: ভোররাত্রি ০৪টে ৫৭ মিনিট থেকে অহোরাত্রি।

শ্রীশ্রীদুর্গা নবমী ব্রতম, অক্ষয় নবমী ব্রতম। শ্রীশ্রীগৌরী নবমী ব্রতম।

পূর্বাহ্ন ৯টা ২৯ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ০৭টে ১০ মিনিট মধ্যে পুনরায় সকাল ৮টা ৩৪ মিনিট থেকে সকাল ৯টে ২৯ মিনিট মধ্যে প্রথম কল্পীয় সপ্তম্যাদি কল্পে নবমী বিহিত শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা প্রশস্তা।

দ্বিতীয় কল্পীয় ত্রিকাল বিহিত শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা।

নবমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৯ কার্তিক ১৪২৬, বুধবার।

ইং তারিখ: ০৬/১১/২০১৯।

সময়: সকাল ০৭টে ২২ মিনিট পর্যন্ত।

দশমী:

দশমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৯ কার্তিক ১৪২৬, বুধবার।

ইং তারিখ: ০৬/১১/২০১৯।

সময়: সকাল ০৭টে ২২ মিনিট থেকে।

সকাল ০৭টে ২২ মিনিট থেকে ৯টে ২৯ মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টে ২২ মিনিট থেকে সকাল ৮টা ৩৪ মিনিট মধ্যে প্রথম কল্পীয় সপ্তম্যাদি কল্পে শ্রীশ্রীজগদ্ধাত্রী দেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা।

দশমী তিথি শেষ:

বাংলা তারিখ: ২০ কার্তিক ১৪২৬, বৃহস্পতিবার।

ইং তারিখ: ০৭/১১/২০১৯।

সময়: সকাল ০৯টা ৫৫ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

সপ্তমী:

সপ্তমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৫ কার্তিক ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ০৩/১১/২০১৯।

সময়: রাত্রিশেষ ০৪টে ২০ মিনিট থেকে।

সপ্তমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৬ কার্তিক ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ০৪/১১/২০১৯।

সময়: রাত্রিশেষ ০৫টা ৮ মিনিট পর্যন্ত।

অষ্টমী:

অষ্টমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৬ কার্তিক ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ০৪/১১/২০১৯।

সময়: রাত্রিশেষ ০৫টা ০৮ মিনিট থেকে।

অষ্টমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৭ কার্তিক ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ০৪/১১/২০১৯।

সময়: অহোরাত্র।

আরও পড়ুন: বাড়িতে এই তিনটি গাছ লাগিয়ে দেখুন, কী ভাবে নানা সমস্যা থেকে মুক্তি পাবেন

নবমী:

নবমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৮ কার্তিক ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ০৫/১১/২০১৯।

সময়: সকাল ৬টা ২৫ মিনিট থেকে

শ্রীশ্রীদুর্গা নবমী ব্রতম, অক্ষয় নবমী ব্রতম। শ্রীশ্রীগৌরী নবমী ব্রতম।

নবমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৯ কার্তিক ১৪২৬, বুধবার।

ইং তারিখ: ০৬/১১/২০১৯।

সময়: সকাল ০৮টা ৪ মিনিট পর্যন্ত।

সকাল ৮টা ৪ মিনিট ২৪ সেকেন্ড মধ্যে শ্রীশ্রীজগদ্ধাত্রীপূজা।

দশমী:

দশমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৯ কার্তিক ১৪২৬, বুধবার।

ইং তারিখ: ০৬/১১/২০১৯।

সময়: সকাল ০৮টা ৪ মিনিট থেকে।

দশমী তিথি শেষ:

বাংলা তারিখ: ২০ কার্তিক ১৪২৬, বৃহস্পতিবার।

ইং তারিখ: ০৭/১১/২০১৯।

সময়: সকাল ১০টা ০৩ মিনিট পর্যন্ত।

অন্য বিষয়গুলি:

Jagadhatri Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy