জন্মছকে গ্রহের অবস্থান অনুযায়ী প্রত্যেক মানুষের স্বভাব ভিন্ন ধরনের হয়। কারও স্বভাব হয় চুপচাপ, আবার কেউ বেশি কথা বলতে ভালবাসে। কেউ ঘুরতে যেতে ভালবাসে, আবার কেউ বাড়িতেই সময় কাটাতে পছন্দ করে। কোনও কোনও মানুষ একটু ভীতু প্রকৃতির হয়, তেমনই অনেকে আবার সাহসী হয়। মানুষের ভিন্ন ধরনের স্বভাব পুরোপুরি নির্ভর করে তাঁদের কোষ্ঠীতে থাকা গ্রহগত অবস্থানের উপর। জন্মছকে একটি বিশেষ যোগ থাকলে মানুষ সাহসী হয়। জেনে নিন সেই যোগটি কী।
আরও পড়ুন:
দেখে নেওয়া যাক জন্মছকে গ্রহের কোন অবস্থানে জাতক-জাতিকা সাহসী হন:
**আপনার তৃতীয় পতি যদি শুভ নবাংশে অবস্থিত হয়ে শুভ গ্রহের সঙ্গে বা শুভ গ্রহ দ্বারা পূর্ণ দৃষ্ট হয় এবং জন্মকুণ্ডলীতে মঙ্গল যদি শুভ গ্রহের ক্ষেত্রে অবস্থিত হয় তখন এই পরাক্রম যোগ সৃষ্টি হয়।
আরও পড়ুন:
জন্মছকে পরাক্রমী যোগ থাকার ফলাফল:
১) পরাক্রমী যোগ জন্মছকে থাকলে জাতক-জাতিকা অত্যন্ত সাহসী প্রকৃতির হন, সাহসের সঙ্গে যে কোনও কাজ করতে কখনও পিছনে যান না।
২) এঁরা সর্বদা সত্যের পথে চলে এবং সত্যের জন্য জীবনে যে কোনও কিছু করতে রাজি থাকে।
৩) জীবনে যতই সঙ্কট আসুক না কেন এই যোগ থাকলে জাতক কখনও খুব বেশি বিচলিত হবে না। খুব বেশি বিচলিত না হয়ে সঙ্কট থেকে কী ভাবে বেরিয়ে আসতে হয় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।