কেতুর কোনও শারীরিক অস্তিত্ব নেই। কেতু সূক্ষ্ম গাণিতিক সন্ধিবিন্দু (দক্ষিণ বিন্দু)।
বিষ্ণুদেবের সুদর্শন চক্র দ্বারা দ্বিখণ্ডিত স্বরভানুর শরীর কেতু (মস্তক রাহু)। কেতুর নামের সঙ্গে হিংস্র, ভয়ঙ্কর, আতঙ্ক জড়িয়ে আছে।
জ্যোতিষ শাস্ত্রে কেতুকে অশুভ ছায়া গ্রহ হিসেবে মানা হয়। রাহু এবং কেতু কর্মশক্তির অক্ষ। কেতু অগ্নিতত্ব গ্রহ। রাহু যেমন পদার্থবাদী গ্রহ, কেতু ঠিক বিপরীত, পদার্থবাদিতা খুব অপছন্দের।
আরও পড়ুন: রাহুর শুভ ও অশুভ ফল
শাস্ত্রে বলা হয়, মঙ্গলের মতো কেতু। কেতু যে শুধু অশুভ গ্রহ তা বলা ঠিক নয়। শুভ কেতু আধ্যাত্মিক গ্রহ। এমনকি কেতু মোক্ষদান পর্যন্ত করতে পারে। কেতুকে বৈদ্যুতিক আলোর সঙ্গে তুলনা করা যায়। অর্থাৎ বৈদ্যুতিক আলো যেমন অন্ধকার দূর করে, তেমনই কেতু আধ্যাত্মিক আলো জ্বালায়। যে কোনও বিষয় একাগ্রতা এবং সূক্ষ্ম বুদ্ধির দ্বারা উপলব্ধি করা কেতুর শুভ ফল। দ্রুত এবং আকস্মিক ফলদাতা কেতু। কেতু শুভ ভাবে থাকলে আকস্মিক সাফল্য, সৌভাগ্য, সৃজনশীলতা, নৈতিকতা, আদর্শবাদ, গুপ্তজ্ঞানের মতো শুভত্ব দান করে থাকে। আয়ুর্বেদ শাস্ত্রে জ্ঞান শুভ কেতুর ফল। শুভ কেতু দৃষ্টি অনুসারে রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শনির শুভ ফল বৃদ্ধি করে।
কেতু অগ্নিতত্ব গ্রহ। কেতুর বিচারশক্তিহীনতায় করুণার অভাব দেখা যায়। অর্থাৎ অশুভ কেতু নির্মম, প্রতিশোধ এবং প্রতিহিংসাপরায়ণ। গুপ্ত শত্রু, শত্রু দ্বারা নিন্দা প্রচার, চূড়ান্ত অপমান, সম্পত্তি নাশ অশুভ কেতুর ফল। বিছিন্নতা, অন্তর্মুখী, গুপ্তরহস্য, জাদুর সঙ্গে কেতুর সম্পর্ক। অশুভ কেতু বিষণ্ণতা, একাকিত্ব, হতাশা, নিরাশা, স্বার্থপরতা, নির্দয়, নির্মমতার মতো অশুভ ফল দান করে। এমনকি আশার শেষ আলোটুকু নিভিয়ে আত্মহননের মতো কুফল দান করতে পারে।
গোচর কালে চন্দ্র অশ্বিনী, মঘা এবং মূলা নক্ষত্রে থাকলে কেতু বলবান থাকে। কেতু অশুভ হলে দেবী ধুমাবতির পূজা ভাল ফল দেয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy