Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lakshmi Puja 2023

লক্ষ্মীপুজোর দিনে আটটি কাজ একেবারেই নয়, দেবী অসন্তুষ্ট হন বলেই ধর্মীয় বিশ্বাস

অনেক বাড়িতেই কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। কিন্তু এই দিনে কিছু কাজ একেবারেই করতে নেই। জেনে নিন সেগুলি কী কী।

—প্রতীকী ছবি।

 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৬:৫১
Share: Save:

মনে করা হয়, কোজাগরী লক্ষ্মী পুজো যে গৃহে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকে। সেই গৃহের মানুষরা অত্যন্ত সুখে শান্তিতে ভরে থাকে। এই দিন মা লক্ষ্মী দেবীর পুজো করলে মনের বাসনা পূর্ণ হয়। স্বাভাবিক ভাবে সুখে শান্তিতে সংসার জীবন কাটাতে মা লক্ষ্মীর কৃপার বিশেষ প্রয়োজন রয়েছে। সারা বছর মায়ের কৃপা পেতে ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে মায়ের পুজো করতে হবে। এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মী পুজোর দিন বাড়িতে করতে নেই। যদি এই কাজগুলি বাড়িতে এই দিন করা হয় তা হলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।

দেখে নিই সেই কাজগুলি কী কী

১) মা লক্ষ্মীর পুজোর সময় কোনও ভাবেই লোহার তৈরি বাসন ব্যবহার করা যাবে না।

২) লক্ষ্মী দেবীকে কোনও ভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না। সাদা রং ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে।

৩) লক্ষ্মী দেবীর পুজোর সময় কোনও ভাবে তুলসী পাতা দেওয়া যাবে না।

৪) মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় পাততে নেই। লাল, গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করতে হবে। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন।

৫) লক্ষ্মী পুজোর দিন কোনও ভাবে বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই।

৬) সাধারণত প্রায় সব পুজোর সময়ই কাঁসর ঘণ্টা বাজানো হয়। কিন্তু মা লক্ষ্মীর পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজানো যাবে না।

৭) লক্ষ্মী পুজো করার সময় নিজেকেও লাল, গোলাপি, হলুদ, কমলা এই ধরনের রঙের বস্ত্র পরতে হবে। সাদা বা কালো বস্ত্র একেবারেই পরা যাবে না।

৮) লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী দেবীর জন্য যে কোনও কাজে কলাপাতা অবশ্যই ব্যবহার করুন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE