‘বিশ্বাসে মিলায় বস্তু৷ তর্কে বহু দূর’৷ এই প্রবাদ বাক্যটি বহু পুরনো হলেও এর যৌক্তিকতা কতটা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে৷ বাস্তুর ক্ষেত্রেও বিষয়টা একই রকম। অনেকে না মানলেও এর বাস্তবতা কিন্তু রয়েছে৷ আপনি কি জানেন বাস্তুমতে আপনি কী ভাবে শোবেন তার বেশ কিছু নিয়ম রয়েছে?
মৃতদেহ দরজার দিকে করে রাখা হয়৷ দরজার দিকে পা দিয়ে ঘুমানো পরিবারের কারও এবং নিজের জন্য খুবই অমঙ্গলজনক৷ আমরা যখন ঘুমোই, তখন আমাদের চারপাশে একটি সুরক্ষা বলয় থাকে৷ যেটিকে বলে ‘চি’৷ ‘চি’ আবার শুভ এবং অশুভ দু’ধরনের৷ যদি দরজার দিকে পা রেখে আপনি ঘুমান, তা হলে আপনার শরীর থেকে সেই ‘চি’ নামক মঙ্গলজনক বিষয়টি বেরিয়ে যায়৷ শুধু তাই নয়৷ ক্ষতিকর ‘চি’ ওই দরজা দিয়ে ঘরে প্রবেশ করে আপনার ক্ষতিও করতে পারে৷
আরও পড়ুন: দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস বলে দিতে পারে আপনার সম্বন্ধে অনেক কিছু
আমরা যখন ঘুমাই, সেই সময় আমরা একেবারে অবচেতন অবস্থায় থাকি৷ তাই যে কোনও নেগেটিভ এনার্জি আমাদের সহজেই আক্রমণ করতে পারে৷ আর এই নেগেটিভ এনার্জির জেরে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে৷ এমনটাই জানাচ্ছেন বাস্তু গবেষকেরা৷ তাই দরজার দিক পা রেখে ঘুমোতে বারণ করছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy