Advertisement
০৫ নভেম্বর ২০২৪
kali Puja 2022

কালীপুজোর সময় শুরু কখন? কখন শেষ?

আজ, ২৪ অক্টোবর শ্রী শ্রী কালী পূজা, শ্রী শ্রী তারা দেবীর আবির্ভাব, শ্রী শ্রী মহা লক্ষ্মী ও শ্রী শ্রী অলক্ষ্মী পূজা।

অশুভ শক্তির বিনাশকারী শুভ শক্তিদাত্রী দেবী কালী।

অশুভ শক্তির বিনাশকারী শুভ শক্তিদাত্রী দেবী কালী। ছবি: সংগৃহীত

সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১১:৩৮
Share: Save:

দশমহাবিদ্যার প্রথম দেবী কালী। অশুভ শক্তির বিনাশকারী শুভ শক্তিদাত্রী দেবী কালী।

অসুর শম্ভু এবং নিশম্ভুর অত্যাচার এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে, দেবতারাও এদের ভয়ে ত্রস্ত হয়ে স্বর্গ ত্যাগ করার উপক্রম হয়। শম্ভু নিশম্ভুর অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে শম্ভু নিশম্ভু নিধনের উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্র দেবী পার্বতীর শরণাপন্ন হন। দেবী পার্বতী শম্ভু নিশম্ভু নিধনের জন্য নিজ শরীরের কোষ থেকে অন্য এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন যা দেবী কালীর আদি রূপ।

আজ, ২৪ অক্টোবর সোমবার শ্রী শ্রী কালী পূজা, শ্রী শ্রী তারা দেবীর আবির্ভাব, শ্রী শ্রী মহা লক্ষ্মী ও শ্রী শ্রী অলক্ষ্মী পূজা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

অমাবস্যা তিথি আরম্ভ–

বাংলার– ৭ কার্তিক, সোমবার।

ইংরেজি– ২৪ অক্টোবর সোমবার।

সময়– সন্ধ্যা ৫টা ২৯ মিনিট।

নিশিথকালে রাত্রি ১০ টা ৫৬ গতে ১১টা ৪৪ মধ্যে শ্রী শ্রী শ্যামাপূজা। শ্রী শ্রী কালী পূজা, শ্রী শ্রী তারা দেবীর আবির্ভাব। প্রদোষে সন্ধ্যা ৪টে ৫৪ গতে রাত্রি ৬টা ৩০ মধ্যে শ্রী শ্রী মহালক্ষ্মী ও শ্রী শ্রী অলক্ষ্মী পূজা।

অমাবস্যা তিথি শেষ—

বাংলার – ৮ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ২৫ অক্টোবর, মঙ্গলবার।

সময়– বিকেল ৪টে ১৯ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে—

অমাবস্যা তিথি আরম্ভ–

বাংলার– ৬ কার্তিক, সোমবার।

ইংরেজি– ২৪ অক্টোবর, সোমবার।

সময়– সন্ধ্যা ৪টে ৫৭ মিনিট ৭ সেকেন্ড।

প্রদসে সন্ধা ৫টা ৪৫ সেকেন্ড থেকে রাত্রি ৬ টা ৩৬ মিনিট ৪৫ সেকেন্ডর মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা এবং উল্কাদানাদি। দিপাবলী, অমাবস্যার নিশিপালন, মধ্যরাত্রৌ শ্রী শ্রী শ্যামাপূজা। দেবগৃহাদিতে দীপদান। শ্রী শ্রী তারাদেবীর আবির্ভাব।

অমাবস্যা তিথি শেষ—

বাংলার– ৭ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ২৫ অক্টোবর, মঙ্গলবার।

সময়– বিকেল ৪ টে ২৬ মিনিট ২৬ সেকেন্ড।

অন্য বিষয়গুলি:

kali Puja 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE