Advertisement
৩০ অক্টোবর ২০২৪
August

Career Zodiac Signs August: অগস্ট মাসে কোন রাশির জাতকরা কর্মক্ষেত্রে বেশি উন্নতি করতে পারবেন, জানাচ্ছে জ্যোতিষ

এক ঝলকে দেখে নিন কোন রাশির জাতকরা অগস্ট মাসে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কাদের কোনও বাধা আসতে পারে।

এ মাসে কেরিয়ারে কতটা উন্নতি করবেন বিভিন্ন রাশির জাতকরা?

এ মাসে কেরিয়ারে কতটা উন্নতি করবেন বিভিন্ন রাশির জাতকরা? ছবি- সংগৃহীত

সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ০৮:৫৮
Share: Save:

অগস্ট মাসের গ্রহের অবস্থান

মাসের প্রথম দিন মেষ রাশিতে একত্রে অবস্থান রাহু এবং মঙ্গলের। ১০ অগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করে পরবর্তী বৃষ রাশিতে গমন করবে। মিথুন রাশিতে অবস্থান শুক্রের, ৭ অগস্ট রাশি পরিবর্তন করে কর্কটে এবং ৩১ অগস্ট পরবর্তী সিংহ রাশিতে গমন করবে। কর্কট রাশিতে অবস্থান রবির। ১৭ অগস্ট রবি রাশি পরিবর্তন করে নিজ রাশি সিংহে গমন করবে। সিংহ রাশিতে অবস্থান বুধের। ২১ অগস্ট বুধ রাশি পরিবর্তন করে নিজক্ষেত্র কন্যা রাশিতে গমন করবে। তুলা রাশিতে অবস্থান কেতুর (বক্রগতি)। নিজ রাশি মকরে বক্র গতিতে অবস্থান শনির। নিজ রাশি মীনে বক্র গতিতে অবস্থান করবে বৃহস্পতি।

মেষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। মাসের প্রথম সপ্তাহে রবির সহিত এবং দ্বিতীয় সপ্তাহে শুক্রের সহিত দৃষ্টি সম্পর্ক। মাসের প্রথম সপ্তাহ মধ্যম হলেও দ্বিতীয় সপ্তাহে শুক্রের রাশি পরিবর্তনের কারণে শুভত্ব বৃদ্ধি পাবে। পরবর্তী সপ্তাহে রবির রাশি পরিবর্তনে আরও শুভত্ব বৃদ্ধি পাবে।

বৃষ রাশির কর্মক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ হলেও পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন ঘটবে।

মিথুন রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান কর্মক্ষেত্রে শুভফল দান করবে।

কর্কট রাশির মাসের প্রথম দশ দিন শুভ হলেও পরবর্তী ক্ষেত্রে ফলের পরিবর্তন ঘটবে।

সিংহ রাশির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ শুভ হলেও পরবর্তী কালে ফলের পরিবর্তন ঘটবে।

কন্যা রাশির কর্মক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্ত হলেও মাসের শেষ সপ্তাহ শুভ।

তুলা রাশির কর্মক্ষেত্রে রবির অবস্থান দৃষ্টি সম্পর্ক শনি এবং বৃহস্পতির। কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। প্রথম সপ্তাহের পর ক্রমশ শুভত্ব বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে মাসের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধে অধিক শুভফল প্রাপ্ত হবে।

ধনু রাশির কর্মক্ষেত্রে মাসের প্রথম অর্ধে শুভ, দ্বিতীয় অর্ধে অধিক শুভফল প্রাপ্ত হবে।

মকর রাশির কর্মক্ষেত্রে লগ্ন অধিপতির দৃষ্টি। কর্মক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্ত হলেও অধিক পরিশ্রম ফলের উন্নতি করবে।

কুম্ভ রাশির কর্মক্ষেত্র শুভ, মাসের প্রথম দশ দিন অধিক শুভ প্রাপ্ত হবে।

মীন রাশির কর্ম অধিপতি বৃহস্পতি নিজক্ষেত্রে শুভ অবস্থানের কারণে কর্মক্ষেত্রে শুভফল দান করবে।

অন্য বিষয়গুলি:

August career
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE