বাইরের গুরুত্বপূর্ণ সবরকম সুযোগ-সুবিধাপূর্ণ এলাকা বাণিজ্যিক আবাসনের জন্য নির্দিষ্ট করতে হবে। আশেপাশে ভাল রাস্তা বা হাইওয়ে থাকা চাই। এ ছাড়াও ব্যবসায়িক শ্রীবৃদ্ধির জন্য পূর্বমুখী দোকানের আর কী নিয়ম পালন করা উচিত দেখে নেওয়া যাক:
পূর্বমুখী দোকান সুফল দেয়। এই ধরনের দোকান ও পূর্ব দিকের সীমানা দেওয়াল কিছুটা ছেড়ে তৈরি করতে হবে। পূর্ব দিকে ছেড়ে দেওয়া ফাঁকা জায়গায় দোকানের প্রবেশপথ রাখা উচিত। দক্ষিণ-পশ্চিম কোণায় দোকানের মালিকের মুখ যেন পূর্বদিকে থাকে। এ রকম দোকানের গ্রাহকদের প্রবেশের পথ থাকবে পূর্ব অথবা উত্তরাংশের উত্তর-পূর্ব দিকে।
দোকানের পশ্চিমাংশের উত্তর-পশ্চিম ও পশ্চিমমুখে ঠাকুরের ছবি টাঙানো বা পুজো করা যাবে। পূর্বমুখী দোকানের মালিক যদি উত্তর-পূর্ব কোণায় বসেন, তা অশুভ। শত্রুভয়, আগুন, দুর্ঘটনার আশক্ষা তো থাকবেই, এমনকি দোকানের মালিকের স্বাস্থ্যহানি পর্যন্ত ঘটতে পারে। সুতরাং অবশ্যই দক্ষিণ-পূর্ব কোণ থেকে দূরে বসবেন।
আরও পড়ুন: জ্যোতিষ সূত্র বলছে, সোনার থেকেও দামি রূপা, কেন জানেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy