অগস্ট মাসের গ্রহের অবস্থান: মেষ রাশিতে একত্রে অবস্থান দেবগুরু বৃহস্পতি এবং রাহুর। কর্কট রাশিতে অবস্থান রবির। আগামী ১৭ অগস্ট রবি রাশি পরিবর্তন করে নিজ ক্ষেত্র সিংহ রাশিতে গমন করবে। সিংহ রাশিতে মাসের প্রথম দিন অবস্থান করবে মঙ্গল, বুধ এবং শুক্র। শুক্র বক্র গতিতে অবস্থানের কারনে আগামি ৭ আগস্ট পূর্ববর্তী কর্কট রাশিতে পুনর্গমন করবে। মঙ্গল ১৮ আগস্ট পরবর্তী কন্যা রাশিতে গমন করবে। বুধ ২৪ আগস্ট গতি পরিবরতন করে বক্র প্রাপ্ত হবে। তুলা রাশিতে অবস্থান কেতুর। মাসের প্রথম দিন মকর রাশিতে অবস্থান করবে চন্দ্র। নিজ ক্ষেত্র কুম্ভ রাশিতে বক্র গতিতে অবস্থান শনির।
মেষ: মেষ রাশির কর্মক্ষেত্র মকর রাশি, অধিপতি শনি। শনি নিজ ক্ষেত্রে অবস্থান করলেও মাসের প্রথম অর্ধে রবির সহিত দৃষ্টি সম্পর্কের কারণে কর্ম ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং জটিলতা সৃষ্টির সম্ভাবনা। পরবর্তী অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
বৃষ: বৃষ রাশির কর্ম ক্ষেত্র অধিপতির শুভ অবস্থান সত্ত্বেও দৃষ্টি সম্পর্কের কারনে শুভ ফল প্রাপ্তিতে বিঘ্ন ঘটবে।

অগস্ট মাসে কর্মক্ষেত্রে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? ছবিছ সংগৃহীত।
মিথুন: মিথুন রাশির কর্মক্ষেত্র অধিপতির রাহুর সহিত সহ অবস্থান, দৃষ্টি সম্পর্ক মঙ্গলের সহিত। কর্ম ক্ষেত্রে সামান্য সমস্যা থাকলেও শুভ বলা যায়।
কর্কট: কর্কট রাশির কর্ম ক্ষেত্রে অবস্থান বৃহস্পতি এবং রাহুর কর্ম ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী কর্ম ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
সিংহ: সিংহ রাশির কর্ম ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী কর্ম ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা।
কন্যা: কন্যা রাশির কর্ম ক্ষেত্র অধিপতি বুধ। কর্ম ক্ষেত্র অধিপতির অবস্থান দৃষ্টি সম্পর্কের বিচারে কর্ম ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
তুলা: তুলা রাশির কর্ম ক্ষেত্রে অবস্থান রবির। মাসের প্রথম অর্ধে কর্ম ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম হলেও দ্বিতীয় অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
আরও পড়ুন:
বৃশ্চিক: বৃশ্চিক রাশির কর্ম ক্ষেত্রে অবস্থান মঙ্গল, শুক্র এবং বুধের । দৃষ্টি সম্পর্ক রাহু , বৃহস্পতি এবং শনির সহিত । কর্ম ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
ধনু: ধনু রাশির কর্ম ক্ষেত্র অধিপতির অবস্থান মঙ্গল এবং শুক্রের সহিত । ধনু রাশির কর্ম ক্ষেত্রে মধ্যম বা মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা।
মকর: মকর রাশির কর্ম ক্ষেত্রে অবস্থান কেতুর। দৃষ্টি সম্পর্ক রাহু এবং বৃহস্পতির সহিত। মকর রাশির কর্ম ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
কুম্ভ: কুম্ভ রাশির কর্ম ক্ষেত্র অধিপতির মিত্র ক্ষেত্রে অবস্থান, নিজ ক্ষেত্রে দৃষ্টি কর্ম ক্ষেত্রে শুভ ফল দান করবে।
মীন: মীন রাশির কর্ম ক্ষেত্র অধিপতির রাহুর সহিত অবস্থান, কর্ম ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে দৃষ্টি। কর্ম ক্ষেত্রে শুভ ফল দান করবে।