Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Guru Purnima 2024

রবিবার গুরুপূর্ণিমা, তিথি কখন শুরু, কখন শেষ?

২১ জুলাই, ৫ শ্রাবণ গুরুপূর্ণিমা। ঠিক ক’টায় পূর্ণিমা লাগবে, জেনে নিন।

Guru Purnima 2024: Know date, day and time

—প্রতীকী ছবি।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২০ জুলাই ২০২৪ ১২:১৭
Share: Save:

সূর্যকে কেন্দ্র করে সৌরমণ্ডলের অন্যান্য গ্রহের পরিভ্রমণ প্রাকৃতিক বিষয় হলেও সূর্য এবং চন্দ্রের কৌণিক দূরত্বের হিসাবে নির্ণয় করা হয় তিথি । সূর্য এবং চন্দ্র যখন সম ডিগ্রিতে অবস্থান করে তখন অমাবস্যা তিথি। সূর্যের অবস্থান থেকে চন্দ্র ১২ ডিগ্রি দূরত্ব অতিক্রম করলে তিথি পরিবর্তন হয়। প্রথম তিথি প্রতিপদ, পরবর্তী তিথি দ্বিতীয়া, এই রূপে ১৫ তম তিথি পূর্ণিমা। প্রত্যেক পূর্ণিমার বিশেষ তাৎপর্য আছে। আগামী পূর্ণিমা শুভ গুরুপূর্ণিমা। গুরুশ্রেষ্ঠ মহর্ষি বেদব্যাসের জন্মতিথি এই গুরুপূর্ণিমার পুণ্য তিথি। এই গুরুপূর্ণিমার পুণ্য তিথিতে মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেন বেদের সংকলক এবং মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস। মহাবীর এই পুণ্য তিথিতে তাঁর প্রধান শিষ্যকে দীক্ষা দান করেন। বোধিজ্ঞান লাভের পর ভগবান বুদ্ধ তাঁর পাঁচ সঙ্গীকে মহা উপদেশ দান করেছিলেন গুরুপূর্ণিমা তিথিতে। শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেব গুরুপূর্ণিমার পুণ্য তিথিতে সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে –

পূর্ণিমা তিথি আরম্ভ:

বাংলা – ৪ শ্রাবণ , শনিবার।

ইং – ২০ জুলাই , শনিবার।

সময় – সন্ধ্যা ৬টা ১ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ:

বাংলা – ৫ শ্রাবণ , রবিবার।

ইং – ২১ জুলাই , রবিবার।

সময় – বিকেল ৩ টে ৪৭ মিনিট।

৫ শ্রাবণ , ২১ জুলাই , রবিবার শ্রীশ্রী গুরুপূর্ণিমা ।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে –

পূর্ণিমা তিথি আরম্ভ:

বাংলা – ৪ শ্রাবণ , শনিবার।

ইং – ২০ জুলাই , শনিবার।

সময় – সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট ২৮ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ:

বাংলা – ৫ শ্রাবণ , রবিবার।

ইং – ২১ জুলাই , রবিবার।

সময় – বিকেল ৪টে ১৫ মিনিট ৬ সেকেন্ড।

৫ শ্রাবণ , ২১ জুলাই , রবিবার শ্রীশ্রী গুরুপূর্ণিমা ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Guru Purnima Astrology date time
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE