প্রতীকী চিত্র।
রাশিচক্রে ১২টি রাশি। জন্মসময় চন্দ্রের যে রাশিতে অবস্থান, তাকে বলা হয় রাশি। জন্মসময় অনুযায়ী লগ্নও নির্ণীত হয়। প্রত্যেক লগ্নের নির্দিষ্ট কিছু শুভ এবং কিছু অশুভ ফলদায়ী গ্রহ আছে। শুভ ফলদায়ী গ্রহ হতে পারে নৈস্বর্গিক শুভ বা অশুভ গ্রহ। অশুভ ফলদায়ী গ্রহ হতে নৈস্বর্গিক শুভ বা অশুভ গ্রহ। এই বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম আছে।
লগ্নপতি সর্বদা শুভ ফলদায়ক, তা সে শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ। পঞ্চম রাশি এবং নবম রাশির অধিপতি সর্বদা শুভ ফলদায়ক। যোগকারক গ্রহ সর্বদা শুভ ফলদায়ক।
মেষ রাশির মঙ্গল, রবি, বৃহস্পতি, শুভ ফলদায়ক গ্রহ। বুধ, শুক্র, শনি অশুভ।
বৃষ রাশির বুধ, শুক্র, শনি শুভ ফলদায়ক গ্রহ। মঙ্গল, বৃহস্পতি অশুভ।
মিথুন রাশির বুধ, শুক্র, শনি শুভ। মঙ্গল, অশুভ।
কর্কট রাশির চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি শুভ ফলদায়ক গ্রহ। শুক্র, শনি অশুভ।
সিংহ রাশির রবি, বৃহস্পতি, মঙ্গল শুভ ফলদায়ক গ্রহ। শুক্র, শনি অশুভ।
কন্যা রাশির বুধ, শুক্র, শনি শুভ ফলদায়ক গ্রহ। রবি, মঙ্গল অশুভ।
তুলা রাশির শুক্র, বুধ, শনি শুভ ফলদায়ক গ্রহ। মঙ্গল, বৃহস্পতি অশুভ।
বৃশ্চিক রাশির মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র শুভ ফলদায়ক গ্রহ। শুক্র, বুধ অশুভ।
ধনু রাশির বৃহস্পতি, মঙ্গল, রবি শুভ ফলদায়ক গ্রহ। বুধ, শনি অশুভ।
মকর রাশির শনি, শুক্র, বুধ শুভ ফলদায়ক গ্রহ। বৃহস্পতি, মঙ্গল অশুভ।
কুম্ভ রাশির শুক্র, শনি, বুধ শুভ ফলদায়ক গ্রহ। চন্দ্র, মঙ্গল অশুভ।
মীন রাশির বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল শুভ ফলদায়ক গ্রহ। শনি, শুক্র, রবি অশুভ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy