এই রাশির জাতিক জাতিকারা সাধারণত একা থাকতে ভালবাসেন। নিজের ভাই বা বোন থাকলেও, তাঁর থেকে দূরে সরে একাকিত্বের জীবন এঁদের খুব পছন্দ। মনের মধ্যে একটা অস্থিরতা এঁদের প্রায় সময়েই দেখা যায়। তবে এঁদের জীবনের সেরা সময় ২৫ থেকে ৫৩ বছর।
আর ক’টা দিন পরেই ১৪২৬ সন শেষ হয়ে শুরু হবে ১৪২৭ সন। নতুন বছরে আপনার চাকরি, পেশা, সম্পদ, আর্থিক পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য এবং পারিবারিক জীবন কেমন যাবে, তার একটা সম্ভাব্য উত্তর বা আভাস দিতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র। আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতকদের বাংলার ১৪২৭ সন কেমন যেতে পারে।
বর্তমান বছরে এই রাশির মধ্যে একটা সৌন্দর্যবোধ দেখা যাবে। অনেক বাধাবিপত্তির মধ্যে এগিয়ে যাওয়ার ক্ষমতা এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে থাকবে। খুব সহজেই বিপরীত লিঙ্গের মানুষের মন জয় করবেন। বিদ্যালাভ শুভ হলেও অনেক বাধার সৃষ্টি হবে। তবে উচ্চশিক্ষায় উন্নতির যোগ আছে। গবেষণার ক্ষেত্রেও সাফল্য আশা করা যায়। বর্তমান বছরে এই রাশির আর্থিক অবস্থা স্বচ্ছল থাকলেও মাঝে মধ্যে আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে। এ বছর চাকরিরতদের বেশ কয়েক বার সমস্যার মুখোমুখি হতে হবে। এই সময় ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। কর্মপ্রার্থীরা পছন্দমতো চাকরি নাও পেতে পারেন।
আরও পড়ুন: ১৪২৭ সন কেমন যাবে মকর রাশির
ব্যবসা ক্ষেত্রে কিছু বাধা এলেও লাভবান হওয়ার সুযোগ আসবে। পেশাগত ভাবে মাঝে মাঝে বাধার সম্মুখীন হতে হবে। অবিবাহিতদের বিবাহের ক্ষেত্রে সাময়িক বাধা আসতে পারে। আপনার দাম্পত্য জীবনে সাময়িক অশান্তি হলেও সুখেই থাকবেন। তবে সন্তানদের স্বাস্থ্যের কারণে মনে উৎকন্ঠা থাকলেও কোনও সন্তানের কৃতিত্বে মান-যশ বৃদ্ধি পেতে পারে।
বর্তমান বছরে বাবার শরীর স্বাস্থ্যের তুলনায় মায়ের শরীর-স্বাস্থ্যের অবনতির যোগ আছে। সতর্ক থাকতে হবে। নিজস্ব শরীরও খুব ভাল যাবে না। সংক্রমনের ক্ষেত্রে বিশেষ সাবধানী হতে হবে। এ বছর পারিবারিক কারণে অধিক খরচের আশঙ্কা আছে। তবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।
সামাজিক ভাবে প্রভাব ক্ষুন্ন হতে পারে। সতর্ক থাকতে হবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যায়। দীর্ঘ দিনের কোনও আশা পূরণ হওয়ার সম্ভাবনাও দেখা যায়। এ বছর ভ্রমণের সম্ভাবনা আছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy