Advertisement
১১ অক্টোবর ২০২৪

গণ অনুযায়ী স্থূল ফল সম্পর্কে জেনে নিন

দেবগণ — হস্তা, স্বাতী, মৃগশিরা, আশ্বিনী, শ্রবণা, পুষ্যা, রেবতী, অনুরাধা বা পুনর্বসু যাদের জন্ম নক্ষত্র — তাঁরা হলেন দেবগণ।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৮ ০০:০২
Share: Save:

স্ত্রী-পুরুষ সকলের জন্য প্রযোজ্য।

দেবগণ — হস্তা, স্বাতী, মৃগশিরা, আশ্বিনী, শ্রবণা, পুষ্যা, রেবতী, অনুরাধা বা পুনর্বসু যাদের জন্ম নক্ষত্র — তাঁরা হলেন দেবগণ।

দেবগণের ফল — দেবগণের জাতক সচরাচর মহাত্মা, দাতা, বুদ্ধিমান, পণ্ডিত, বলবান এবং স্বল্পভোগযুক্ত হয়ে থাকেন। বুদ্ধির দিক থেকে এরা সবসময় এগিয়ে থাকেন। এবং খুব অল্পেতেই নিজেকে খুশী করে নিতে পারে।

নরগণ — আদ্রা, উত্তরফল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ, রোহিণী, ভরণী, পুর্বফল্লুনী, পূর্বাষাঢ়া বা পুর্বভাদ্রপদ যাদের জন্ম নক্ষত্র—তাঁরা নরগণ।

নরগণের ফল — নরগণের জাতক সচরাচর মানগণ্য, ধার্মিক লক্ষ্যভেদী, বিস্তৃতাননবিশিষ্ট এবং এরা সকলের পক্ষে আনন্দ দায়ক হয়ে থাকেন।

দেবারিগন বা রাক্ষসগণ—জ্যেষ্ঠা, অশ্লেষা, বিশাখা, মুলা, শতভিষা, ধনিষ্ঠা, কৃত্তিকা, চিত্রা বা মঘা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাঁরা দেবারিগণ বা রাক্ষসগণ।

দেবারিগণ বা রাক্ষসগণের ফল — দেবারিগণ বা রাক্ষসগণের জাতক সচরাচর প্রমত্তভাবযুক্ত, কিছুটা ভয়ঙ্কর, দুঃসাহসী এবং বাহনাদিপ্রিয় হয়ে থাকেন।

অন্য বিষয়গুলি:

Astrology Gana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE