Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

২০২০ সালে কর্ম ভাগ্য কেমন থাকবে এবং কোন রাশির কর্ম নিয়ে থাকবে সংশয়

এই রাশির জাতক-জাতিকাদের কর্মে প্রচুর নতুন সুযোগ আসবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অর্থের জোগান থাকবে সারা বছর।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ০০:০৫
Share: Save:

মেষ: মেষ রাশির জাতকদের জন্য ২০২০ সাল কর্মক্ষেত্রে ভাল থাকবে। কর্মক্ষেত্রে সুখবর মিলতে পারে এবং বছরের মাঝামাঝিতে কর্ম বদলের সম্ভাবনাও আছে।

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকাদের কর্ম নিয়ে বেশ কিছুটা চিন্তিত হতে হবে। বছরের শুরুতে কর্ম হারাতে হতে পারে, পরিস্থিতি সামলাতে সময় লাগবে।

মিথুন: মিথুন রাশির মানুষদেরও কর্ম নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। শুধু চাকরি নয়, ব্যবসা নিয়েও চিন্তা থাকবে। জাতক ঋণগ্রস্থ হতে পারেন।

কর্কট: এই রাশির জাতক-জাতিকাদের কর্মে প্রচুর নতুন সুযোগ আসবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অর্থের জোগান থাকবে সারা বছর।

সিংহ: সিংহ রাশির কর্ম নিয়ে চিন্তা নেই, তবে অতিরিক্ত আশা করা ঠিক হবে না। গতানুগতিক ভাবে কেটে যাবে।

কন্যা: কন্যা রাশির জন্য নতুন বছর খুব শুভ। বছরের শুরুতেই কর্মের জন্য ভাল খবর আসবে। ব্যবসায় অতি লাভের মুখ দেখতে পাবেন।

আরও পড়ুন: জন্মছকে শুক্রগ্রহের ভূমিকা এবং বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি

তুলা: অতিরিক্ত চাহিদা না থাকলে বছরটা কর্মের জন্য শুভ। সারা বছর অর্থ হাতে থাকবে। বছরের মাঝে কোনও পরিবর্তন হতে পারে।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির সারা বছর মোটের ওপর ভাল কাটবে। পছন্দ মতো সংস্থায় কর্মের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি থাকবে।

ধনু: ধনু রাশির মানুষরা কর্মে আশানুরূপ ফল পাবেন না। ব্যবসায় মন্দা থাকবে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা।

মকর: মকর রাশির নতুন বছর কর্মভাগ্য অত্যন্ত শুভ। কর্মে নতুন সুযোগ ও প্রমোশনের আশা রাখতে পারেন। ব্যবসায় নতুন যোগ রয়েছে।

কুম্ভ: কুম্ভ রাশির কর্ম হারানোর ভয় রয়েছে। কর্ম ও ব্যবসায় বেশ কিছু সমস্যা দেখা দেবে।

মীন: মীন রাশির মানুষদের কর্ম নিয়ে গোটা বছর কোনও চিন্তার কারণ নেই। ব্যবসায় চাপ যেমন থাকবে, তেমন উন্নতিও থাকবে। প্রমোশনও হতে পারে।

অন্য বিষয়গুলি:

Birth Chart Job
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy