Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Ketu

জন্মছকের কোন ঘরে কেতু কেমন ফল দেয় জেনে নিন

রাহু, কেতু কখন শুভ কখন অশুভ ফল দান করে তা জানতে প্রথমে রাহু কেতু সম্বন্ধে জানা প্রয়োজন। রাহু কেতু কী?

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ০৮:১৭
Share: Save:

রাহু, কেতু কখন শুভ কখন অশুভ ফল দান করে তা জানতে প্রথমে রাহু কেতু সম্বন্ধে জানা প্রয়োজন। রাহু কেতু কী?

পৌরাণিক কাহিনি অনুযায়ী সমুদ্র মন্থন করে অমৃত লাভ করলে ওই অমৃত পানের জন্য ছলনা করে রাক্ষস স্বরভানু দেবগণের সঙ্গে অমৃত পান করেন। সূর্য এবং চন্দ্র এই ঘটনা দেখে তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুকে বিষয়টি জানালে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা স্বরভানুর দেহ থেকে মস্তক ছিন্ন করেন। দ্বিখণ্ডিত দেহের মস্তক ভাগ রাহু এবং দেহভাগ কেতু নামে গ্রহের স্থান পায়।

জ্যোতির্বিজ্ঞান- অন্যান্য গ্রহের ন্যায় রাহু, কেতুর শারীরিক কোনও অস্তিত্ব নেই। রাহু, কেতু গাণিতিক বিন্দুমাত্র (নোড)। জ্যোতিষশাস্ত্র মতে রাহু, কেতুর গুরুত্ব অপরিসীম। জ্যোতিষশাস্ত্র মতে শনির মঙ্গলের ন্যায় কেতু। অর্থাৎ কেতুকে মঙ্গলের সঙ্গে তুলনা করার অর্থ জ্যোতিষশাস্ত্রে কেতুর গুরুত্ব বৃদ্ধি করে। কেতু আধ্যাত্মিক গ্রহ, নিজেকে লুকিয়ে রাখার প্রবণতা, পার্থিব ফল ভোগ করার মানসিকতা কম।

প্রথম স্থানে– কেতু শারীরিক ক্ষেত্রে খুব শুভ ফল দান করে না। খ্যাতি এবং মানমর্যাদার ক্ষেত্রেও অশুভ প্রভাব দান করে।

দ্বিতীয় স্থানে কেতুর অবস্থান- কুবক্তা, আর্থিক ক্ষেত্রে খুব শুভ ফল দান করে না। রহস্যময় কলায় সাফল্য। নৌবিদ্যায় পারদর্শী।

তৃতীয় স্থানে– অলীক অস্তিত্বে বিশ্বাসী, ভিতু।

চতুর্থ স্থানে– মাতৃ সুখ থেকে বঞ্চিত। গৃহসুখ, স্থাবরসম্পত্তি সংক্রান্ত সুখ থেকে বঞ্চিত। বিদেশে বা গৃহ বা জন্মস্থান থেকে দূরে অবস্থান।

পঞ্চম– সন্তান সুখ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। পেটের সমস্যা। ধর্মশাস্ত্র বা আধ্যাত্মিক বিষয়ে আকর্ষণ এবং সাফল্য লাভ করে।

ষষ্ঠ স্থানে– খ্যাতি, প্রতিপত্তি লাভ। রহস্যবিদ্যা, জাদুবিদ্যা, গুপ্তবিদ্যায় আকর্ষণ এবং সাফল্য লাভ।

সপ্তম স্থানে কেতুর অবস্থান– অতৃপ্ত দাম্পত্য ও বৈবাহিক জীবন। স্ত্রীর স্বাস্থ্যের সমস্যা।

অষ্টম স্থানে– শুভ গ্রহের সঙ্গে সম্পর্কিত হলে শুভফল দান করে অন্যথায় অশুভত্ব বৃদ্ধি।

নবম স্থানে কেতু থাকলে সৌভাগ্যবান বলা যায় না। ভাষা এবং ধর্মশাস্ত্রের প্রতি আকর্ষণ।

দশম স্থানে কেতুর শুভ অবস্থান কর্ম ক্ষেত্রে অসামান্য সফলতা দান করলেও অশুভ অবস্থান কর্মক্ষেত্রে পক্ষে খুবই ক্ষতিকারক।

একাদশে– শুভ ভাবে অবস্থান হঠাৎ প্রাপ্তি। অশুভ অবস্থানে অশুভত্ব বৃদ্ধি।

দ্বাদশে– পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। বিদেশে সাফল্য।

জন্মকুণ্ডলীতে কেতু শুভ বা অশুভ অবস্থান এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপর ফলাফল পরিবর্তন হতে পারে।

অন্য বিষয়গুলি:

Birth Chart Ketu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE