Advertisement
০৬ নভেম্বর ২০২৪

আপনার কেতু অত্যন্ত দুর্বল? এই উপায়গুলো প্রয়োগ করুন, উপকার পাবেন

কেতু কোনও গ্রহ নয়। রাহুর মতো চন্দ্র ও সূর্যের মধ্যের ছায়া। কিন্তু হিন্দু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এটিকে গ্রহ রূপে কল্পনা করা হয়। কারণ এর ভাল বা খারাপ যা-ই হোক, মানব জীবনে এই গ্রহের প্রভাব প্রবল। কেতু দুর্বল থাকলে জীবনে নানা সঙ্কটের সম্মুখীন হতে হয়। তাই কিছু টিপস দেওয়া হল যা কেতু গ্রহকে সন্তুষ্ট রাখতে সাহায্য করবে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৯
Share: Save:

কেতু কোনও গ্রহ নয়। রাহুর মতো চন্দ্র ও সূর্যের মধ্যের ছায়া। কিন্তু হিন্দু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এটিকে গ্রহ রূপে কল্পনা করা হয়। কারণ এর ভাল বা খারাপ যা-ই হোক, মানব জীবনে এই গ্রহের প্রভাব প্রবল। কেতু দুর্বল থাকলে জীবনে নানা সঙ্কটের সম্মুখীন হতে হয়। তাই কিছু টিপস দেওয়া হল যা কেতু গ্রহকে সন্তুষ্ট রাখতে সাহায্য করবে।

উপায়গুলো হল–

• সিদ্ধিদাতা গণেশের সামনে নারকেল ফাটান ও পুজো দিয়ে লাড্ডু বিতরণ করুন।

• নদী বা সমুদ্রে সাদা তিল ফেলুন, পর পর ছ’দিন। না পারলে মন্দিরে দান করুন।

• হলুদ, মুগ ডাল, কমলালেবু দান করুন বা মন্দিরে দিন।

আরও পড়ুন: কোন দিন নিরামিষ খেলে কোন দেবতার আশীর্বাদ পাওয়া যায় জেনে নিন

• বট গাছের গোড়ায় রোজ জল দিন।

• কালো কুকুরকে রুটি বা পোড়া জাতীয় কিছু খাওয়ান।

• সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হল, বাড়িতে রোজ পুজো শেষের পর হলুদ ও চন্দনের টিপ কপালে পরুন।

• বাড়ির চার কোণে বা জমির চার কোণের মাটিতে একটা একটা করে চার কোণে চারটি লোহার পেরেক পুঁতে দিন।

• নিত্য পুজোর ঠাকুরের আসনে পাঁচটা কড়ি এবং পাঁচটা পঞ্চমুখী রুদ্রাক্ষ রাখতে হবে। তার পর সেগুলোকে রোজ জলে ভিজিয়ে তাতে হলুদ, শ্বেত চন্দন ও সিঁদুরের ফোঁটা দিয়ে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দিতে হবে। এর সামনে প্রতি দিন ধূপ-দীপ জ্বালতে হবে। ফুল দেওয়া যাবে না।

অন্য বিষয়গুলি:

Ketu Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE