যে চান্দ্রমাসে সাধারণত পূর্বফাল্গুনী বা তৎসন্নিহিত পূর্বাপর নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই ফাল্গুন মাসকে ‘চান্দ্র ফাল্গুন’ মাস বলে। সূর্যের কুম্ভ রাশিতে অবস্থানেক মধ্যে প্রায়ই চান্দ্র-ফাল্গুন সংগঠিত হয় বলে রবির কুম্ভ রাশিতে অবস্থানকাল ‘সৌর ফাল্গুন’ নামে পরিচিত। ফাল্গুন বঙ্গাব্দের একাদশ মাস। এই মাসে ইষ্টদেবতার দীক্ষা গ্রহণ, ইষ্টদেবতা প্রতিষ্ঠা করা, শান্তিস্বস্ত্যয়নের পুজো প্রভৃতি করার শুভ দিন রয়েছে। পাঁজি মেনে নির্দিষ্ট দিনে কাজ করলে বা কাজ শুরু করলে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। সফলতা প্রাপ্তির উদ্দেশ্যেই শুভ দিন দেখে কাজ করা হয়।
আরও পড়ুন:
গ্রহ পুজোর শুভ দিন:
৫ ফাল্গুন, ১৭ ফেব্রুয়ারি, সোমবার।
৯ ফাল্গুন, ২১ ফেব্রুয়ারি, শুক্রবার।
১৮ ফাল্গুন, ২ মার্চ, রবিবার।
২২ ফাল্গুন, ৬ মার্চ, বৃহস্পতিবার।
২৩ ফাল্গুন, ৭ মার্চ, শুক্রবার।
২৬ ফাল্গুন, ১০ মার্চ, সোমবার।
আরও পড়ুন:
শান্তিস্বস্ত্যয়নে শুভ দিন:
৫ ফাল্গুন, ১৭ ফেব্রুয়ারি, সোমবার।
১৮ ফাল্গুন, ২ মার্চ, রবিবার।
২২ ফাল্গুন, ৬ মার্চ, বৃহস্পতিবার।
২৩ ফাল্গুন, ৭ মার্চ, শুক্রবার।
২৫ ফাল্গুন, ৯ মার্চ, রবিবার।
২৬ ফাল্গুন, ১০ মার্চ, সোমবার।
২৮ ফাল্গুন, ১২ মার্চ, বুধবার।
দেবতা প্রতিষ্ঠার শুভ দিন:
২২ ফাল্গুন, ৬ মার্চ, বৃহস্পতিবার।
বিষ্ণু প্রতিষ্ঠার শুভ দিন:
২৩ ফাল্গুন, ৭ মার্চ, শুক্রবার।
দীক্ষা গ্রহনের শুভ দিন:
১৫ ফাল্গুন, ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।
১৬ ফাল্গুন, ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার।
১৮ ফাল্গুন, ২ মার্চ, রবিবার।
২১ ফাল্গুন, ৫ মার্চ, বুধবার।
২২ ফাল্গুন, ৬ মার্চ, বৃহস্পতিবার।
২৪ ফাল্গুন, ৮ মার্চ, শনিবার।
২৫ ফাল্গুন, ৯ মার্চ, রবিবার।
৩০ ফাল্গুন, ১৪ মার্চ, শুক্রবার।