Advertisement
০২ নভেম্বর ২০২৪
Maha Shivaratri 2023

কিছুতেই বিয়ে হচ্ছে না? শিবরাত্রির দিন কোন নিয়ম মানলে সুফল পাবেন?

শিবরাত্রির ব্রত রাখলে সব নিয়ম সঠিক ভাবে মানা অত্যন্ত জরুরি। না হলেই মহাদেব রুষ্ট হতে পারেন। জেনে নিন কোন নিয়মগুলি মানতে হবে।

image of Lord Shiva.

শিবরাত্রির ব্রত করার সময় নিয়মে যেন কোনও ভুল ত্রুটি না হয়। ছবি: সংগৃহীত।

শ্রীমতী অপালা
কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৬
Share: Save:

১৮ ফেব্রুয়ারি শনিবার ২০২৩ পালিত হবে শিবরাত্রি। হিন্দু ধর্মে শিবরাত্রির মাহাত্ম রয়েছে প্রচুর। মনে করা হয় এই ব্রত মানলে অত্যন্ত শুভ প্রভাব পড়ে মানব জীবনে। তবে অবশ্যই মনে রাখতে হবে, এই ব্রত করার সময় নিয়মে যেন কোনও ভুল ত্রুটি না হয়। তা হলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন। জ্যোতিষ শাস্ত্র মতে এই দিন কিছু টোটকা রয়েছে যা সঠিক নিয়ম অনুসারে করতে পারলে জীবনে সব দিক থেকে খুব ভাল থাকা যায়।

টোটকা

১) মহা শিবরাত্রির দিনে শিবের সম্পূর্ণ পরিবার একত্রে রয়েছে এমন ছবি ঘরে লাগানো খুব ভাল। মহাদেবের সম্পূর্ণ পরিবার যেখানে শিব, পার্বতী, গণেশ, কার্তিক, লক্ষ্মী এবং সরস্বতী একত্রে রয়েছে।

২) এই দিন বাড়িতে শিব প্রতিষ্ঠা করা অত্যন্ত শুভ বলে মানা হয়।

৩) এই দিন সারা রাত ঘরে শিবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে।

৪) মনের ইচ্ছা পূরণ করতে, এই দিন নিখুঁত তিনটে বেল পাতা নিয়ে, তাতে চন্দন মাখিয়ে শিবকে অর্পণ করুন।

৫) এই দিন গরুকে সবুজ আনাজ খাওয়ান।

৬) যদি বিয়েতে বার বার বাধা আসে, তা হলে কাঁচা দুধের সঙ্গে কেশর মিশিয়ে শিবের মাথায় ঢালুন।

৭) শিব রাত্রির দিন কোনও বেল গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান। তবে বেল গাছটা যদি বাড়ির উত্তর-পূর্ব কোণে হয়, আরও বেশি শুভ ফল লাভ করা যায়।

৮) এই দিন মহাদেবের মাথায় যব, কালো তিল কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে মাথায় ঢালুন।

অন্য বিষয়গুলি:

Maha Shivaratri 2023 Astrological Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE