Advertisement
০৯ নভেম্বর ২০২৪
Astrological Tips

সাত দিনই সুখের হোক সোম থেকে রবি তবে কোন টোটকা বদলে দেয় ভাগ্য?

সপ্তাহের সাত দিন বিশেষ কিছু টোটকা নিয়ম মেনে পালন করা গেলে যে কোনও অসম্পূর্ণ কাজে সাফল্য পাওয়া যায়। এমনই বলছে জ্যোতিষশাস্ত্র।

seven days

সাত দিনের বিশেষ টোটকা বদলে দিতে পারে আপনার ভাগ্য। ছবি: সংগৃহীত।

শ্রীমতী অপালা
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৯:৪৫
Share: Save:

অনেক সময়েই আমরা কোনও কাজ করব বলে স্থির করি, কিন্তু শেষ পর্যন্ত তাতে সাফল্য পাই না। একটুর জন্য কাজটি অসম্পূর্ণ থেকে যায়। জ্যোতিষশাস্ত্রে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য বিশেষ কিছু টোটকার উল্লেখ আছে। বিশেষ করে সপ্তাহের সাত দিন যদি এই টোটকাগুলি পালন করা যায়, তা হলে যে কোনও কাজে সাফল্য আসবে।

কোন দিন কোন কোন নিয়ম পালন করবেন?

রবিবার

রবিবার সকালে উঠে সূর্য প্রণাম করুন।

রাস্তায় কোনও দরিদ্র ব্যক্তিকে সাধ্য মতো কিছু দান করতে পারলে ভাল হয়।

রবিবার যে কোনও কাজে সাফল্য পেতে নিজের কাছে একটি পান পাতা রেখে দিন।

সোমবার

সোমবার শিবের পুজো করুন।

পারলে সাদা রঙের পোশাক পরুন।

সোমবার কাজে বেরোনোর আগে নিজের মুখ আয়নায় দেখে তার পর বেরোন।

মঙ্গলবার

মঙ্গলবার হনুমানজির পুজো করা খুবই শুভ।

মেটে বা কমলা সিঁদুরের টিকা পারলে কপালে লাগান।

যে কোনও শুভ কাজের জন্য মঙ্গলবার খুব ভাল। তাই কাজে বেরোনোর আগে মিষ্টি জাতীয় কিছু মুখে দিয়ে তার পর বেরোন।

বুধবার

বুধবার সকাল সকাল উঠে তুলসী গাছে জল দিন।

যে কোনও সবুজ কিছু খাদ্য পাখীদের খাওয়ান।

বুধবারে কাজে বেরোনোর আগে খোসা-সহ মুগডাল বা ধনে পাতা মুখে দিয়ে বেরোলে কর্মে সাফল্য পাবেন।

বৃহস্পতিবার

বৃহস্পতিবার লক্ষ্মীদেবী বা ধনকুবেরের পুজো করুন। অর্থের পাশাপাশি কর্মেও উন্নতি ঘটবে।

পারলে হলুদ রঙের পোশাক পরিধান করুন।

কাজে বেরোনোর আগে দই বা সর্ষের দানা মুখে দিয়ে বেরোলে শুধু কর্মে সাফল্য নয়, ঘরেও কোনও না কোনও ভাবে অর্থ আসতে পারে।

শুক্রবার

শুক্রবারে পারলে সাদা রঙের মিষ্টি বা ফুল অথবা চাল মন্দিরে দান করুন।

কাজে বেরোনোর সময়ে মুখে দই দিয়ে বেরোন।

শনিবার

শনিদেবের মন্দিরে কালো তিল দান করুন।

কাক বা কালো কুকুরকে কিছু খাবার খাওয়ান।

কাজে বেরোনোর আগে মুখে আদার কুচি রাখুন।

অন্য বিষয়গুলি:

Astrological Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE