Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Astrology Tips

আঙুলের কোথায় তারা চিহ্ন থাকলে জলে ডুবে মৃত্যুর আশঙ্কা থাকে? শুভ ফল কোন চিহ্নে মেলে?

তারকা চিহ্নের শুভাশুভ, স্থানের উপর নির্ভরশীল। কোথায় এই চিহ্ন থাকলে অশুভ?

Astrological Tips: Signs that are important and good for you

কোথাও এই চিহ্ন বিশেষ শুভকর, কোথাও বা বিশেষ অশুভকর। তারকা চিহ্নের শুভাশুভ, স্থানের উপর নির্ভরশীল। প্রতীকী ছবি।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২০
Share: Save:

তারকা চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ চিহ্ন বিশেষ। হাতের বিভিন্ন স্থানে তারকা চিহ্ন পরিলক্ষিত হয়ে থাকে। কোথাও এই চিহ্ন বিশেষ শুভকর, কোথাও বা বিশেষ অশুভকর। তারকা চিহ্নের শুভাশুভ, স্থানের উপর নির্ভরশীল। কোনও রেখার শেষে বা মধ্যে তারকা চিহ্ন পরিদৃষ্ট হলে অতি প্রদীপ্ত হয়ে ওঠে এবং আশপাশের অঞ্চলকে প্রদীপ্ত বা অতি উজ্জ্বল করে তোলে। কোন রেখায় মন্দ ভাবে গঠিত তারকা চিহ্ন পরিদৃষ্ট হয়? তবে তা জাল চিহ্নের মতোই অংশত অশুভকর। তারকা চিহ্নটি যদি আবার অত্যধিক বড়, গভীর এবং লাল রং যুক্ত হয়, সে ক্ষেত্রে বিস্ফোরণের আশঙ্কা সূচিত হয়।

আয়ু রেখায় ওই ধরনের তারকা চিহ্ন পরিলক্ষিত হলে আকস্মিক মৃত্যু সূচিত করে। শির রেখায় ওই ধরনের তারকা চিহ্ন পরিলক্ষিত হলে অত্যধিক মানসিকতা বিকাশের ফলে ব্যক্তিটি উন্মাদ হয়ে যেতে পারে এবং আত্মহত্যার প্রবণতা নির্দেশ করে। যদি সুন্দর ভাবে গঠিত কোনও তারকা চিহ্ন কোনও গ্রহ পর্বতের উপরে পরিলক্ষিত হয় তবে ওই ধরনের তারকা চিহ্ন গ্রহ পর্বতের শক্তিকে বিনষ্ট করে না বরং গ্রহ পর্বতের শক্তিকে উদ্দীপ্ত করে তোলে।

বৃহস্পতির ক্ষেত্রে তারা চিহ্ন মাথায় আঘাত বা ক্ষত নির্দেশ করে।

শনির ক্ষেত্রে বা শনির চুরায় তারা চিহ্ন পক্ষাঘাত নির্দেশ করে।

শনির আঙুলের তৃতীয় ভাগে তারা চিহ্ন (উভয় হাতে) আত্মহত্যা, বা জলে ডুবে মৃত্যুর আশঙ্কা নির্দেশ করে।

বুধের ক্ষেত্রের উপর তারা চিহ্ন বিষক্রিয়ায় ক্ষতির আশঙ্কা নির্দেশ করে বা খাদ্যে বিষ ক্রিয়া নির্দেশ করে।

চন্দ্রের ক্ষেত্রে তারা চিহ্ন জলে বিপদ, বা জলে ডোবার সম্ভাবনা নির্দেশ করে এবং জন্ডিস, পক্ষাঘাত, মানসিক আঘাত এবং আত্মহত্যার প্রবণতা নির্দেশ করে

হৃদয় রেখার তারা চিহ্ন (রবি এবং বুধের ক্ষেত্রের মধ্যে) হৃদ্‌যন্ত্রের সমস্যা বা হৃদ্‌যন্ত্র সংক্রান্ত রোগের নির্দেশ করে।

শিররেখার অগ্র ভাগে বা শেষ ভাগে তারা চিহ্ন মানসিক পক্ষাঘাত, স্মৃতিভ্রম নির্দেশ করে।

অন্য বিষয়গুলি:

Astrology Tips zodiac signs finger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy