Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Astrological Explanation

নাড়ী জ্যোতিষ মতে বৃহস্পতির গোচর কী ফল দেবে

দেব গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে দৈত্য গুরু শুক্রের রাশি, বৃষ রাশিতে গমন করেছে ১ মে, ২০২৪, ভারতীয় সময় বেলা ১টায়।

According to astrology, what will be the effect of transit of  Jupiter at this present moment

—প্রতীকী ছবি।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০২ মে ২০২৪ ২০:০৬
Share: Save:

জ্যোতিষ শাস্ত্র মতে বারোটি রাশির উপর গ্রহ, গণ অনবরত প্রদক্ষিণ করে চলেছে। এক একটি গ্রহ নির্দিষ্ট সময়ে এক এক রাশিতে অবস্থান করে। যেমন, শনি প্রত্যেক রাশিতে কম বেশি দুই বৎসর, ছয় মাস অবস্থান করে, বৃহস্পতি এক বছর অবস্থান করে।

গ্রহের গোচরকালে জন্মকালীন অবস্থানরত গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপনের ভিত্তিতে বিভিন্ন ফল দান করে বা বিভিন্ন বিষয়ের উপর প্রভাব দান করে।

দেব গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে দৈত্য গুরু শুক্রের রাশি, বৃষ রাশিতে গমন করেছে ১মে ২০২৪, ভারতীয় সময় বেলা ১টায়।

বৃহস্পতি ধীর গতি সম্পন্ন গ্রহ। একই রাশিতে কম বেশি এক বছর অবস্থান করে। এই কারণে ফলদানের ক্ষমতাও তুলনায় বেশি।

নাড়ী জ্যোতিষ মতে গোচরকালে বৃহস্পতি কোন গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে করলে কী ফলদান করে? নাড়ী জ্যোতিষ মতে, সম্পর্ক স্থাপন এবং ফলদানের কিছু নির্দিষ্ট নিয়ম আছে।

গ্রহের নিজের অবস্থান থেকে প্রথম, পঞ্চম এবং নবম স্থানে অবস্থানকারী গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপনে সব থেকে বেশি ফলদান করে।

জন্মকালীন রবির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, অপ্রত্যাশিত সমস্যা (সরকারের সহিত)। নিজ প্রচেষ্টায় এবং জ্ঞানী ব্যক্তির সাহায্যে তার সমস্যার সমাধান।

জন্মকালীন চন্দ্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, শত্রু দ্বারা দোষারোপ। বাসস্থানের পরিবর্তন। ঠান্ডা লেগে সমস্যা। পরিবারে মহিলা সদস্যা বৃদ্ধি।

জন্মকালীন মঙ্গলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, অশান্তি, রক্তের চাপ বৃদ্ধি। ক্ষিপ্রতা এবং জেদ বৃদ্ধি। নির্মাণ এবং প্রযুক্তির ক্ষেত্রে শুভ। মহিলাদের ক্ষেত্রে বিবাহের সম্ভবনা বৃদ্ধি। অবিবাহিত মহিলাদের ভাই এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর উন্নতি।

জন্মকালীন বুধের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, ছাত্রদের জ্ঞানবৃদ্ধি, পরীক্ষায় সফলতা। কনিষ্ঠ ভাই-বোনের ক্ষেত্রে শুভ।

জন্মকালীন বৃহস্পতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, আত্মোন্নতির শুভ সময়। নামযশ বৃদ্ধি।

জন্মকালীন শুক্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, সমৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি। আনন্দ অনুস্থান, আরাম এবং বিলাসবহুল দ্রব্য ক্রয়।

জন্মকালীন শনির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, চাকরি প্রাপ্তি, কর্মোন্নতি, পদোন্নতি। কর্ম ক্ষেত্রে শুভ পরিবর্তন।

জন্মকালীন রাহুর সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, ভ্রম দান করে। অসুস্থতা, খাদ্যে বিষক্রিয়া।

জন্মকালীন কেতুর সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, দেবত্যজ্ঞান বৃদ্ধি। রহস্যবিদ্যার প্রতি আসক্তি।

অন্য বিষয়গুলি:

Jupiter Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy