Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Covid

Covid-19: ভারতে হাজির ওমিক্রনের থেকেও বেশি সংক্রামক এক্সই, করোনার এই নয়া রূপের উপসর্গ কী

প্রশাসনের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী এক্সই-র পাশাপাশি কোভিডের আর একটি রূপ কাপ্পারও খোঁজ মিলেছে।

কোভিডের নয়া রূপ এক্সই-র উপসর্গ

কোভিডের নয়া রূপ এক্সই-র উপসর্গ ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১৮:৪৮
Share: Save:

কোভিড ভীতি যেন কেটেও কাটছে না। আলফা কিংবা ওমিক্রনের দাপট কাটতে না কাটতেই এ বার উদ্বেগ বাড়িয়ে কোভিডের নয়া রূপ এক্সই-র খোঁজ মিলল ভারতে। প্রশাসনের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ে এক্সই-র পাশাপাশি কোভিডের আর একটি রূপ কাপ্পারও খোঁজ মিলেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কিন্তু কী এই এক্সই কোভিড?

বিশেষজ্ঞরা বলছেন এটি কোভিডের দু’টি পূর্ববর্তী রূপ বিএ.১ ও বিএ.২-এর ‘রিকম্বিন্যান্ট’ রূপ। একই ব্যক্তি যখন কোভিডের একাধিক রূপের দ্বারা আক্রান্ত হন, তখন দু’টি রূপের জিনগত উপাদানের সংমিশ্রণের ফলে এই ধরনের নয়া রূপের উৎপত্তি হয় বলে মত তাঁদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ইতিমধ্যেই জানিয়েছে যে, এই রূপটি ওমিক্রনের বিএ.২ রূপের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি সংক্রামক।

এক্সই সংক্রমণের উপসর্গ কী?

‘হু’ একাধিক লক্ষণকে কেভিডের এই রূপটির উপসর্গ বলে চিহ্নিত করেছে। দেখে নিন সেই তালিকা—

১। কাঁপুনি দিয়ে জ্বর

২। আকস্মিক ছোঁয়াচে কাশি

৩। স্বাদ ও গন্ধের অনুভূতিতে বদল

৪। শ্বাসকষ্ট

৫। ক্লান্তি

৬। গা-হাত-পায়ে ব্যথা

৭। মাথা যন্ত্রণা

৮। গলা ব্যথা

৯। নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা নাক দিয়ে অবিরাম জল পড়া

১০। ক্ষুধামান্দ্য

১১। ডায়েরিয়া

১২। গা গোলানো

ভ্রম সংশোধন: এই সংবাদটি প্রথম প্রকাশের সময় শিরোনামে লেখা হয়েছিল 'ভারতে হাজির ওমিক্রনের দশ গুণ বেশি সংক্রামক এক্সই, করোনার এই নয়া রূপের উপসর্গ কী' প্রকৃতপক্ষে এই তথ্যটি ঠিক নয়। সঠিক তথ্য হল, বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন নতুন রূপটির সংক্রমণ ক্ষমতা ওমিক্রণের চেয়ে ১০ শতাংশ বেশি। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

অন্য বিষয়গুলি:

Covid CORONA NEW VARIANT Covid XE
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE