Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Skin

Skin Cancer: গলায়, ঘাড়ে কোন লক্ষণ দেখলে ক্যানসারের আশঙ্কা করবেন? ত্বকের ক্যানসার এত বাড়ছে কেন

সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের অন্যতম কারণ হতে পারে। কী দেখলে সাবধান হতে হবে?

ক্যানসার শরীরের যেকোনও অংশে আঘাত হানতে পারে।

ক্যানসার শরীরের যেকোনও অংশে আঘাত হানতে পারে। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৪:১৫
Share: Save:

বায়ুদূষণ, অপুষ্টিকর খাবার, অনিয়ন্ত্রিত জীবন যাপন, বিভিন্ন মাধ্যম দিয়ে শরীরের রাসায়নিক দ্রব্যের প্রবেশ সব মিলিয়ে গত কয়েক দশকে জনমানসে ক্যানসারের ঝুঁকি অনেকাংশে বেড়েছে। প্রতিবছর গোটা বিশ্বে প্রায় ৯ লক্ষ মানুষ ক্যানসারে আক্রান্ত হন। ক্যানসার শরীরের যেকোনও অংশে আঘাত হানতে পারে। শরীরের বিভিন্ত অঙ্গের ক্ষেত্রে ক্যানসারের উপসর্গের ক্ষেত্রেও ভিন্নতা থাকে। তবে ক্যানসারের কিছু সাধারণ উপসর্গ আছে। যেগুলি সাধারণত ঘাড়, মুখ এবং কানের কাছে দেখা যায়।

কী সেই উপসর্গ?

ঘাড়,কান বা মুখের কোনও অংশে সাদা রঙের পিণ্ড মতো দেখতে পাওয়া যায়। যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় বেসাল সেল কার্সিনোমা। ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে এটি। মূলত সূর্যের আলো শরীরের যেসব অংশ স্পর্শ করে সেই সব অঙ্গগুলিতে বিকাশলাভ করে এই ধরনের উপসর্গগুলি। সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের অন্যতম কারণ হতে পারে।

ছবি: সংগৃহীত

ত্বকের ক্যানসারের মূল লক্ষণগুলি কী কী?

বিভিন্ন কারণে ত্বকের নানাবিধ সমস্যা দেখা দেয়। তবে ত্বকের ক্যানসারের ক্ষেত্রে কয়েকটি বিশেষ লক্ষণ প্রকাশ পায়।

১) বাদামি, কালো বা গাঢ় নীল রঙের কোনও দাগ।

২) মোমের মতো সাদা রঙের কোনও মাংস পিণ্ড। যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়।

৩) কোনও ক্ষত, যেখান থেকে রক্তপাতও হতে পারে।

উপরিউক্ত যেকোনও একটিও সমস্যা যদি আপনার ঘার, কান বা মুখের কোনও অংশে দেখতে পান তাহলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ করুন।

ত্বকের ক্যানসারে প্রতিরোধে কী কী সুরক্ষা নেবেন?

১) সূর্যের আলো থেকে প্রাপ্ত ভিটামিন ডি শরীরের একটি অপরিহার্য উপাদান। তবে সূর্যের তীব্র আলোর সংস্পর্শ এড়িয়ে চলুন।

২) শুধু গ্রীষ্মকালে নয়, শীতকালে বাড়ির বাইরে গেলে অতি অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন। এমনকি, আকাশ মেঘলা থাকলেও সানস্ক্রিন মেখে বেরোনোই ভাল।

৩) ত্বকে হঠাৎ করে অবাঞ্ছিত কোনও দাগ বা মাংস পিন্ডের আবির্ভাব ঘটলে হেলাফেলা না করে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

অন্য বিষয়গুলি:

Skin Skin Cancer Sunlight
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE