ত্বকে যে সব প্রসাধনী ব্যবহার করেন, তাতে ম্যান্ডেলিক অ্যাসিড আছে কি না দেখেছেন কখনও? ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি একটি উপাদান ম্যান্ডেলিক অ্যাসিড। মূলত বিভিন্ন রকম ফলে পাওয়া যায়। ত্বকের জন্য যেমন স্যালিসাইলিক অ্যাসিড, হায়ালুরনিক অ্যাসিড জরুরি, তেমনই ম্যান্ডেলিক অ্যাসিডও প্রয়োজনীয়। গবেষণা বলছে, ত্বক থেকে বার্ধক্যের ছাপ মুছে দিতে পারে এই অ্যাসিড।
কী এই ম্যান্ডেলিক অ্যাসিড?
আলফা হাইড্রক্সি অ্যাসিড। দুধেও থাকে ম্যান্ডেলিক অ্যাসিড। সবচেয়ে বেশি পরিমাণে থাকে কাঠবাদামে। ‘ডার্মাটোলজি সার্জারি’ নামে একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পরিমিত মাত্রায় ম্যান্ডেলিক অ্যাসিড ত্বকে ব্যবহার করলে, তা ব্রণ-ফুস্কুড়ি, র্যাশের সমস্যা তো দূর করেই, পাশাপাশি ত্বকে কোনও রকম সংক্রমণ হলে তার জন্যও কার্যকরী হতে পারে।
আরও পড়ুন:
শুষ্ক ত্বক, ক্রমাগত চামড়া উঠতে শুরু করলে তখন ম্যান্ডেলিক অ্যাসিড-সমৃদ্ধ মলম লাগানোরই পরামর্শ দেন চর্মরোগ চিকিৎসকেরা। ত্বকের এই অবস্থাকে বলে কেরাটোলাইসিস, যা দূর করতে পারে ম্যান্ডেলিক অ্যাসিড। এই অ্যাসিড জলে দ্রবণীয়, ফলে এটি ব্যবহার করলে ত্বকে জ্বালা করে না। পরিমিত ব্যবহারে ত্বকের উন্মুক্ত রন্ধ্র থেকে ধুলো, ময়লা, মৃত কোষ দূর করতে পারে। ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলিকে পুনর্জীবিত করতে পারে এই অ্যাসিড। তাই অ্যান্টি-এজিং ক্রিমেও এটি ব্যবহার করা হয়।
২০১৮ সালে ‘ফেশিয়াল প্লাস্টিক সার্জারি’ জার্নালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে গবেষকেরা বলেছিলেন, ত্বক কুঁচকে যাওয়া বা বলিরেখার সমস্যা দূর করতে পারে ম্যান্ডেলিক অ্যাসিড। সূর্যের অতিবেগনি রশ্মির কারণে ত্বকে যে দাগছোপ বা ‘সানবার্ন’ হয়, সে সমস্যাও দূর করতে পারে ম্যান্ডেলিক অ্যাসিড। হাইপারপিগমেন্টেশনের সমস্যা দূরীকরণেও এর ভূমিকা আছে।
কী ভাবে ব্যবহার করবেন?
ম্যান্ডেলিক অ্যাসিড সমৃদ্ধ লোশন বা টোনার পাওয়া যায় দোকানে। তা ছাড়া আপেল, পিচ, বেরি জাতীয় ফলেও এই অ্যাসিড থাকে। প্রথমে খুব অল্প মাত্রায় ম্যান্ডেলিক অ্যাসিড জলে মিশিয়ে সপ্তাহে দু’বার ব্যবহার করে দেখতে পারেন। যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না হয়, তা হলে সপ্তাহে তিন দিন করে ব্যবহার করা যেতেই পারে। সরাসরি ত্বকে ব্যবহার করতে না চাইলে আমন্ডের ফেস মাস্ক অথবা আপেল, পিচ বা বেরি জাতীয় ফল দিয়ে বাড়িতেই ফেস মাস্ক বানিয়ে ব্যবহার করা যেতে পারে। তাতেও উপকার হবে।
তবে ত্বক যদি স্পর্শকাতর হয় এবং আগে থেকেই র্যাশ, কনট্যাক্ট ডার্মাটাইটিস বা একজ়িমা, সোরিয়াসিসের মতো ত্বকের অসুখ থাকে, তা হলে ত্বক চিকিৎসকের পরামর্শ ছাড়া ম্যান্ডেলিক অ্যাসিড ব্যবহার না করাই ভাল।
এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। ত্বকে কোনও কিছু ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ত্বকের কোনও অসুখ থাকলে ম্যান্ডেলিক অ্যাসিড ব্যবহার করা যাবে না।