Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lip Cancer

ধূমপান না করেও ঠোঁটের রং বদলে যাচ্ছে? শরীরে কোনও মারাত্মক রোগ বাসা বাঁধেনি তো?

অনেকের ধারণা, ঠোঁট কালো হয়ে যাওয়ার পিছনে ধূমপানই মূল কারণ। তবে শরীরে কর্কট রোগ বাসা বাঁধলেও এমনটা হতে পারে। কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?

ঠোঁট কালচে হয়ে যাওয়া কি কোনও রোগের লক্ষণ?

ঠোঁট কালচে হয়ে যাওয়া কি কোনও রোগের লক্ষণ? ছবি: শাটারস্টক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫৪
Share: Save:

ত্বক এবং চুলের যত্নের প্রতি আমরা বেশ সচেতন থাকলেও ঠোঁটের প্রতি অবহেলার অন্ত নেই। তাই ঠোঁটের রং বদলে যাওয়া নিয়েও মাথাব্যথা নেই অনেকের। কিন্তু জানেন কি, এর পিছনে লুকিয়ে থাকতে পারে কোনও বড় বিপদ?অনেকের ধারণা, ঠোঁট কালো হয়ে যাওয়ার পিছনে ধূমপানই মূল কারণ। নিকোটিন এবং বেনজোপাইরিন ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়। এর ফলে কালো হয়ে যেতে পারে ঠোঁট। এ বিষয়ে সতর্ক আর ক’জনই বা হয়ে থাকেন! কিন্তু এই একটাই কারণে নয়, ঠোঁটে কর্কট রোগ বাসা বাঁধলেও কিন্তু রং পাল্টে যেতে পারে।

কেন ঠোঁটে ক্যানসার হয়?

ঠোঁটের ক্যানসারের জন্য প্রধানত দায়ী সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ। যারা ঘরের বাইরে কাজ করে, তারা এর শিকার বেশি হয় ও তাদের ঠোঁটের ক্যানসারের আশঙ্কা বেড়ে যায়। তা ছাড়া, তামাক ও মদের আসক্তি থাকলেও এই প্রকার ক্যানসারের ঝুঁকি বাড়ে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

১) ঠোঁটে কালশিটে, লাল দাগ, ক্ষত, ফোস্কা ও ফোলা ভাব যদি দীর্ঘ দিনেও না কমে।

২) ঠোঁটে লাল, সাদা দাগ বা প্রলেপ।

৩) ঠোঁটে রক্তপাত বা ব্যথা।

৪) চোয়াল ফুলে যাওয়া।

৫) দাঁতে অনবরত ব্যথা।

৬) চোয়াল ফোলা।

উল্লেখ্য যে, এ সব উপসর্গ ঠোঁটের ক্যানসারের উপসর্গ না-ও হতে পারে। নির্ভুল ও সঠিক রোগ নির্ণয়ের জন্য এই সব উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

অন্য বিষয়গুলি:

Lip Cancer cancer Oral Cancer Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE