Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Identical Twin

অবিকল এক দেখতে, গায়ের রং থেকে নাম, পেশা সবই অভিন্ন! যমজ হয়েও যমজ নন দুই যুবক

অবিকল একই রকম দেখতে দু’জন, নামও একই। অথচ কেউ চিনতেন না অপরকে। এমনই ঘটনা ঘটেছে আমেরিকার দুই ক্রীড়াবিদের জীবনে। দু’জনেই পেশাদার বেসবল খেলোয়াড়। দু’জনেরই নাম ব্র্যাডি ফেইল।

দুই ব্র্যাডির বয়স অবশ্য আলাদা এক জনের বয়স ৩২, অপর জনের ২৭।

দুই ব্র্যাডির বয়স অবশ্য আলাদা এক জনের বয়স ৩২, অপর জনের ২৭। ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১০:৫২
Share: Save:

দু’জন মানুষ, দেখতে অবিকল এক, উচ্চতা এক, পেশা এক, এমনকি নামও এক। অথচ কেউ কাউকে চিনতেন না। দু’জনের আলাপ হল একই শল্যচিকিৎসকের কাছে অস্ত্রোপচার করাতে গিয়ে। না, কোনও মিস্ট্রি থ্রিলার ছবির গল্প নয়, এমনই ঘটনা ঘটেছে আমেরিকার দুই ক্রীড়াবিদের জীবনে। দু’জনেই পেশাদার বেসবল খেলোয়াড়। দুজনেরই নাম ব্র্যাডি ফেইল। তবে দুই ব্র্যাডির বয়স অবশ্য আলাদা। এক জনের বয়স ৩২, অপর জনের ২৭।

দুই সমনামীর পরিচয় হয় একই হাসপাতালে ভর্তি হওয়ার সূত্রে। দু’জনেই ক্রীড়াবিদ, ২০১৫ সালে দু’জনেই কাঁধে চোট লাগে। দুই ক্রীড়াবিদ একই জায়গায়, একই অস্ত্রোপচার করাতে যান শল্যচিকিৎসক জেমস অ্যান্ড্রুজের কাছে। দুই ব্র্যাডির চুল ও গায়ের রংও এক। দু’জনেরই উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। চিকিৎসক নিজেও ঘাবড়ে যান বিষয়টি নিয়ে। দ্বিতীয় ব্র্যাডির অস্ত্রোপচার করতে গিয়ে তিনি ভাবেন একই ব্যক্তির দ্বিতীয় বার অস্ত্রোপচার হচ্ছে। পরে বিষয়টি খতিয়ে দেখার পর জানা যায় দু’জন আলাদা ব্যক্তি। কেউ কাউকে চেনেন না।

দুই ক্রীড়াবিদ একই জায়গায়, একই অস্ত্রোপচার করাতে যান শল্যচিকিৎসক জেমস অ্যান্ড্রুজের কাছে।

দুই ক্রীড়াবিদ একই জায়গায়, একই অস্ত্রোপচার করাতে যান শল্যচিকিৎসক জেমস অ্যান্ড্রুজের কাছে। ছবি: প্রতীকী

পরিচয় হওয়ার পর বন্ধুত্ব হয়ে যায় দুই ব্র্যাডির। কিন্তু বার বার একই সমস্যা তৈরি হওয়ায় সম্প্রতি ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন দু’জনে। কিন্তু পরীক্ষায় দেখা যায় জিনগত ভাব পরস্পরের সঙ্গে সম্পর্কিত নন তাঁরা। তবে পরীক্ষার ফল যা-ই বলুক, দুই ব্র্যাডির বন্ধুত্ব এতই গভীর হয়ে গিয়েছে যে, এখন তাঁরা পরস্পরকে ভাই বলেই ধরে নিয়েছেন।

ব্র্যাডিদের এই ঘটনা বিরল বটে, তবে এমন আরও অন্তত ৩২ জোড়া মানুষ রয়েছেন পৃথিবীতে যাঁরা অবিকল একই রকম দেখতে। কিন্তু তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই। ২০২২ সালে বিজ্ঞানপত্রিকা ‘সেল’-এ প্রকাশিত একটি গবেষণাপত্র সে কথাই বলছে। ঠিক কেন এমন ঘটনা ঘটে, তা নিয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরাও।

অন্য বিষয়গুলি:

Identical Twin america Scientific Discovery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE