Advertisement
২১ নভেম্বর ২০২৪
Shilpa Shetty Kundra's Diet

মাখন মাখানো পাউরুটি, মুচমুচে ফুচকা পছন্দ! সকাল থেকে রাত অবধি কী কী খেয়ে এত ছিপছিপে শিল্পা

বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পা বহু বার জানিয়েছেন, নিয়ম করে যোগাসন, কার্ডিয়ো, ওয়েট ট্রেনিংয়ের পাশাপাশি খাওয়াদাওয়া নিয়ে অতিমাত্রায় সচেতন তিনি। শিল্পার মতে, ডায়েট করা মানে না খেয়ে থাকা নয়। কারণ, তিনি নাকি খুবই ভোজনরসিক।

Shilpa Shetty Kundra\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s fitness secret

ওজন কমাতে ডায়েট কেমন হবে, পরামর্শ শিল্পার। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১২:৫৩
Share: Save:

পঞ্চাশ ছুঁইছুঁই বয়সেও যেন কলেজবেলার কিশোরী। নায়িকার মেদহীন ছিপছিপে চেহারায় মুগ্ধ অনেকেই। দুই সন্তানের মা এই বয়সেও যে ভাবে ছিপছিপে চেহারা আর লাবণ্য ধরে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এতটুকু বয়সের ছাপ পড়তে দেননি চেহারায়। শিল্পার রূপলাবণ্য এবং সৌন্দর্যের নেপথ্যে অনেকাংশ জুড়ে রয়েছে তাঁর ডায়েট ও শরীরচর্চা অভ্যাস। বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পা বহু বার জানিয়েছেন, নিয়ম করে যোগাসন, কার্ডিয়ো, ওয়েট ট্রেনিংয়ের পাশাপাশি খাওয়াদাওয়া নিয়ে অতিমাত্রায় সচেতন তিনি। শিল্পার মতে, ডায়েট করা মানে না খেয়ে থাকা নয়। কারণ শিল্পা বলেন, তিনি নাকি খুবই ভোজনরসিক। মুচমুচে ফুচকা পুদিনার চাটনিতে ডুবিয়েও খান, আবার টপাটপ রসগোল্লাও মুখে পোরেন। তা হলে কেমন ডায়েট করে এমন চেহারা ধরে রেখেছেন অভিনেত্রী?

শিল্পার সকাল শুরু হয় ঈষদুষ্ণ জলে লেবুর রস খেয়ে। কাঠবাদাম দুধ, কলা, মধু এবং ওট্‌স দিয়ে বানানো বিশেষ এক রকম স্মুদিও থাকে তাঁর প্রাতরাশে। জলখাবার ঘুরিয়ে-ফিরিয়ে খেতে পছন্দ করেন শিল্পা। কড়া করে ব্রাউন ব্রেড সেঁকে তাতে মোটা করে সাদা মাখন লাগিয়ে খেতে নাকি বেশ ভালবাসেন তিনি। প্রায়শই তাঁর জলখাবারে এই পদটি থাকে। তা ছাড়া দোসা, সব্জি দিয়ে স্ন্যাডউইচও খান তিনি।

দুধ খেতে বড়ই ভালবাসেন শিল্পা। গরুর দুধ নয়, বেশি আয়রনের জন্য মোষের দুধই পছন্দ তাঁর। তবে শিল্পার পরামর্শ, শরীর বুঝেই তা খাওয়া উচিত। গ্যাস-অম্বলের সমস্যা বা বদহজম না ভোগালে মোষের দুধ খাওয়া যেতেই পারে।

ভালমন্দ খেলেও বাড়ির খাবার খেতেই পছন্দ করেন অভিনেত্রী। মাঝেমধ্যে যদিও রেস্তরাঁয় গিয়ে কেক-পেস্ট্রি খাওয়ার ভিডিয়োও পোস্ট করেন ইনস্টাগ্রামে। তবে যা-ই খান না কেন, তা পরিমিত পরিমাণে খেতেই পছন্দ করেন তিনি। যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য শিল্পার পরামর্শ, পছন্দের খাবার সপ্তাহে এক দিন খাওয়া যেতেই পারে, তবে তা খেতে হবে পরিমিত। যেমন, তিনি সপ্তাহে এক দিন টক জল, পুদিনার চাটনি দিয়ে ফুচকা খেতে পছন্দ করেন। অথবা দু’-তিনটি রসগোল্লা দিব্যি খেয়ে নেন।

যতই ব্যস্ততা থাক, দুপুরের খাবার ১২টা থেকে ১টার মধ্যেই খেয়ে নেন শিল্পা। সব্জি দিয়ে খিচুড়ি এক কাপ, একটি সেঁকা পাঁপড় আর সামান্য রসুনের আচার— তাঁর বড়ই প্রিয়। শিল্পা বলছেন, সাদামাঠা ভাত, ডাল আর সব্জি খেতেই পছন্দ করেন তিনি। তবে, তাঁর মা নিজের হাতে রেঁধে পাঠালে তখন রাজমা-চাউলের সঙ্গে মাখো মাখো পনির খেতে দ্বিধা করেন না।

সারা দিনে যা-ই খান না কেন, রাতের খাবার নিয়ে যথেষ্ট সচেতন শিল্পা। জানাচ্ছেন, রাত ৮টার পর জল ছাড়া আর কিছুই মুখে তোলেন না। সন্ধে ৭টার মধ্যে সামান্য স্যুপ খেয়ে নেন। অভিনেত্রীর পরামর্শ, ওজন কমাতে হলে রাত ৮টার পরে আর কিছুই খাওয়া চলবে না। ফল বা দুধও না। ওই সময়টাতে পাকস্থলীকে বিশ্রাম দিতে হবে। তা হলেই সারা দিনের খাবার ভাল ভাবে হজম হবে। এই নিয়ম মেনেই নাকি কয়েক মাসে ৩০ কেজির উপর ওজন কমিয়েছিলেন শিল্পা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy