এ বার কোনও বাহারি পোশাক পরে নয়, উরফিকে দেখা গেল অন্য রূপে। ছবি: সংগৃহীত।
ছকভাঙা পোশাক পরে কী ভাবে প্রচারের আলোয় থাকতে হয় তা ভাল করেই জানেন অভিনেত্রী উরফি জাভেদ। বাড়ির গেটেই হোক বা বিমানবন্দরের সামনে, তাঁকে ঘিরে পাপারাৎজ়ির ভিড় থাকে চোখে পড়ার মতো। কখন কী পোশাক পরে ক্যামেরাবন্দি হবেন অভিনেত্রী সেই দিকেই নজর থাকে সবার।
এ বার কোনও বাহারি পোশাক পরে নয়, উরফিকে দেখা গেল অন্য রূপে। চোখের তলায় কালি, উস্কোখুস্কো চুলে দুবাইয়ের হাসপাতালের বিছানায় বসে রয়েছেন উরফি। চিকিৎসকরা জানিয়েছেন, ল্যারিংজাইটিসে ভুগছেন তিনি। কী এই রোগ?
এই রোগ মূলত ভোকাল কর্ড বা স্বরযন্ত্রের সংক্রমণ। ভাইরাস বা ব্যাক্টেরিয়ার হানায় এই সংক্রমণ হয়। ৩ সপ্তাহের বেশি সময় ধরে এই সংক্রমণ চললে রোগী ক্রনিক ল্যারিংজাইটিসে আক্রান্ত হন। মূলত ভাইরাল ল্যারিংজাইটিসে আক্রান্ত রোগীই বেশি পাওয়া যায়। এ ছাড়াও অতিরিক্ত ধূমপান, মদ্যপান, স্বরযন্ত্রের উপর বাড়তি চাপ, অ্যালার্জি, ব্রঙ্কাইটিসের কারণেও এই রোগে ভুগতে হতে পারে। এই রোগের উপসর্গ কী?
১) কণ্ঠস্বরে পরিবর্তন ও কথা বলার সময় কর্কশ ভাব।
২) গলা ব্যথা, মাথা যন্ত্রণা, জ্বর।
৩) খুসখুসে কাশি।
৪) শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ।
কী ভাবে সেরে উঠবেন?
১) বেশি মাত্রায় জল খেতে হবে যাতে ভাইরাস ও ব্যাক্টেরিয়াগুলি শরীর থেকে বেরিয়ে যেতে পারে।
২) যে কোনও রকম ধোঁয়া এড়িয়ে চলতে হবে।
৩) উষ্ণ নুনজল দিয়ে দিনে যত বার সম্ভব গার্গল করা।
৪) গরম জলের ভাপ নেওয়া,
৫) এই রোগে আক্রান্ত হলে দ্রুত সুস্থ হওয়ার একমাত্র উপায় কথা কম বলা। কথা বললেই স্বরযন্ত্রে ঘষা লাগবে আর সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy