ওজন কমাতে ব্ল্যাক কফি অনেকেই খান। কিন্তু তাতে যদি কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে দেওয়া যায়, তা হলে কি উপকার বেশি হবে? নারকেল তেল মিশিয়ে কফি খেলে মেদ কমবে, এই বিষয়ে নানা মুনির নানা মত। তবে কয়েকটি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র জানাচ্ছে, কফি যদি পরিমিত মাত্রায় খাওয়া যায়, তা হলে ক্যাফিন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে পারে। নারকেল তেল মেশালে ক্ষতি কিছু হবে না। তবে ওজন কমাতে কাপের পর কাপ কফি খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে।
‘প্র্যাকটিকাল নিউরোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রের তথ্য অনুযায়ী, কফিতে নারকেল তেল মেশালে তা কিটোন যৌগে বদলে যায়। এই কিটোন মস্তিষ্কে শক্তি সরবরাহ করে। তাই কালো কফিতে কয়েক ফোঁটা নারকেল তেল মেশালে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।
২০২০ সালে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকিউলার সায়েন্সেস’ জার্নালে এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেখানে গবেষকেরা দাবি করেন, নারকেল তেলে লরিক অ্যাসিড রয়েছে যার অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ আছে। লরিক অ্যাসিড অন্ত্রের উপকারী ব্যাক্টেরিয়াগুলিকে সক্রিয় করে তোলে। ফলে হজম প্রক্রিয়া ভাল হয় এবং গ্যাস-অম্বলের সমস্যা কমে। গবেষণায় আরও দেখা গিয়েছে, সকালে এই কফি খেলে রক্তে ভাল কোলেস্টেরলের পরিমাণ বাড়ে। বিএমআই কম হয়। ফলে মেদও কমে।
আরও পড়ুন:
শুধু ওজন কমাতে নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ উপকারী এই কফি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সোয়াইন ফ্লু-এর মতো সংক্রমণ জনিত রোগের প্রকোপ কমাতে এই কফি খাওয়া উপকারী বলেই মনে করছেন গবেষকেরা। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড ক্লিনিকাল ইনভেনশন’ জার্নালে এমনই তথ্যই প্রকাশিত হয়েছে। গবেষকেরা দাবি করেছেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা নিতে পারে এই কফি। তবে খেতে হবে পরিমিতই এবং অবশ্যই শরীর বুঝে।
কী ভাবে বানাবেন?
ব্লেন্ডার কাপে কফি ঢালুন। এর মধ্যে এক চামচ নারকেল তেল মেশান। ভাল করে ব্লেন্ড করলে দেখবেন, ক্রিমযুক্ত কফি তৈরি হয়ে যাবে।
এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। সকলের শরীর একরকম নয়। তাই নারকেল তেল মেশানো কফি সহ্য হবে কি না বা উপকারে আসবে কি না, তা চিকিৎসকের থেকে জেনে নেওয়াই ভাল।