Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Baby Products

দোকান থেকে কেনা শিশুর ব্যবহারের বেশির ভাগ জিনিসেই ক্ষতিকর রাসায়নিক! বিকল্প বাছবেন কী ভাবে বাবা-মায়েরা?

সদ্যোজাত থেকে পাঁচ বছর বয়সি শিশুদের জন্য যে সব ‘বেবি প্রোডাক্ট’ পাওয়া যায় দোকানে, তার বেশির ভাগের মধ্যেই বিপিএ, থ্যালেট, প্যারাবেনের মতো রাসায়নিকের সন্ধান পাওয়া গিয়েছে। যা মারাত্মক ক্ষতিকারক।

Harmful chemicals present in baby products are a major concern, what are the remedies

শিশুর জন্য কিছু কেনার আগে কী কী খেয়াল রাখবেন? প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৩:৫৫
Share: Save:

শিশুর ত্বক বা চুলের জন্য কেনা ক্রিম, শ্যাম্পু থেকে খেলনা, ন্যাপকিন— বেশির ভাগ জিনিসেই নাকি ক্ষতিকর রাসায়নিকের খোঁজ পাওয়া গিয়েছে। শিশুর ব্যবহারের জিনিসপত্র কেনার আগে তাই বাবা-মায়েদের সতর্ক থাকার পরামর্শ দিলেন গুরুগ্রামের সিকে বিড়লা হাসপাতালের শিশু চিকিৎসকেরা।

সিকে বিড়লার চিকিৎসকেরা একটি সমীক্ষা চালিয়ে দাবি করেছেন, সদ্যোজাত থেকে পাঁচ বছর বয়সি শিশুদের জন্য যে সব ‘বেবি প্রোডাক্ট’ পাওয়া যায় দোকানে, তার বেশির ভাগের মধ্যেই বিপিএ, থ্যালেট, প্যারাবেনের মতো রাসায়নিকের সন্ধান পাওয়া গিয়েছে। যা শরীরে ঢুকলে মারাত্মক ক্ষতি করতে পারে। এই সব রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে, ফলে শিশুর বাড়বৃদ্ধিই ঠিকমতো হবে না। গবেষণা বলছে, শিশুদের জন্য ক্রিম, শ্যাম্পুতে থ্যালেট ও প্যারাবেন পাওয়া গিয়েছে, যা রোমকূপ দিয়ে শরীরে ঢুকতে থাকলে তা শরীরের বিভিন্ন গ্রন্থিকে এমন ভাবে উদ্দীপিত করবে যে, হরমোনের ক্ষরণ অনিয়মিত হয়ে যাবে। শিশুদের দিনের পর দিন এমন রাসায়নিক দেওয়া ক্রিম মালিশ করলে, ত্বকের অসুখ তো হবেই, সেই সঙ্গে ছোট থেকেই হরমোন জনিত সমস্যা শুরু হবে।

শিশুর জন্য দোকান থেকে যে খেলনা কেনেন অথবা শিশুর বসার জন্য ছোট চেয়ার বা গদি— এই সবেতেও কিন্তু রাসায়নিক পাওয়া গিয়েছে বলেই দাবি চিকিৎসকদের। চিকিৎসক শ্রেয়া দুবে জানিয়েছেন, অ্যান্টিমনি, বেরিয়াম, ব্রোমিন, ক্যাডমিয়াম, সেলেনিয়ামের মতো বিপজ্জনক রাসায়নিক উপাদানের উপস্থিতি পাওয়া গিয়েছে। যা শিশুর শরীরে দীর্ঘস্থায়ী কোনও ক্ষতির কারণ হতে পারে।

বিকল্প উপায় কী?

১) দোকান থেকে কেনা ক্রিম বা শ্যাম্পুর বদলে ঘরেই ভেষজ উপায়ে শিশুর ত্বক ও চুলের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

২) দোকান থেকে শিশুর জন্য প্রসাধনী বা ব্যবহারের অন্যান্য জিনিস কিনতে হলে আগে দেখে নিতে হবে, সেই সবে প্যারাবেন, সালফেট বা বিপিএ আছে কি না। ভাল করে লেবেল পড়ে তবেই কিনতে হবে।

৩) প্লাস্টিকের খেলনা বা চেয়ারের বদলে কাঠের জিনিস ব্যবহার করারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

৪) শিশুর জন্য নতুন কেনা জামাকাপড় আগে ভাল করে ধুয়ে নিয়ে তবেই পরান।

৫) শিশুর জন্য ডায়াপার কেনার সময়েও সতর্ক থাকতে হবে। সেটি কী উপাদানে তৈরি, দেখে নিতে হবে। এ ক্ষেত্রে সুতির জিনিস কেনাই ভাল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE