Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Diabetes Symptoms In Eyes

ডায়াবিটিস আছে? চোখে ৫ উপসর্গ দেখলেই সতর্ক হোন, না হলে হারাতে পারেন দৃষ্টিশক্তি

আপনার ডায়াবিটিস থাকলে চোখের রেটিনা গুরুতর ক্ষতিগ্রস্ত হতে পারে। যা ডেকে আনে ডায়াবেটিক রেটিনোপ‌্যাথির মতো রোগ। জেনে নিন ডায়াবিটিস থাকলে কেন নিয়মিত চোখের পরীক্ষা করানো জরুরি।

Five major symptoms of high blood sugar that may harm your eyesight.

জেনে নিন ডায়াবিটিস থাকলে কেন নিয়মিত চোখের পরীক্ষা করানো জরুরি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৯
Share: Save:

ডায়াবিটিস রোগের হাত ধরে আপনার অজান্তেই শরীরে একাধিক রোগ হানা দিতে পারে। এই রোগের প্রভাব পড়তে পারে চোখেও। বৃদ্ধ বয়সে কেউ চোখে ঝপসা দেখলে মনে হতেই পারে চোখে ছানি পড়েছে। তবে সাবধান! আপনার ডায়াবিটিস থাকলে চোখের রেটিনা গুরুতর ক্ষতিগ্রস্ত হতে পারে। যা ডেকে আনে ডায়াবেটিক রেটিনোপ‌্যাথির মতো রোগ। জেনে নিন ডায়াবিটিস থাকলে কেন নিয়মিত চোখের পরীক্ষা করানো জরুরি।

Image of Eye.

ডায়াবিটিসের কারণে ঝুঁকি বাড়ে অন্ধত্বের। ছবি: সংগৃহীত।

ডায়াবেটিক রেটিনোপ‌্যাথির ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে চোখের রেটিনার অংশে রক্তবাহী সরু ধমনীগুলি দুর্বল হয়ে পড়ে। ফলে এক প্রকার ফ্লুইডের ক্ষরণ শুরু হয়। দৃষ্টিশক্তি কমতে শুরু করে। পরবর্তী পর্যায়ে ধমনীতে রক্ত চলাচলের সমস‌্যা আরও বেড়ে যায়। ফলে রেটিনার সব অংশে ঠিক মতো অক্সিজেন পৌঁছতে পারে না। চোখে রক্তক্ষরণ শুরু হয়, ডাক্তারি পরিভাষায় এই সমস‌্যাকে বলা হয় ভিট্রিয়াস হেমারেজ। এর থেকে অন্ধত্বের ঝুঁকিও তৈরি হয়।

কী কী লক্ষণ দেখা দিলে সতর্ক হবেন?

১) ডায়াবিটিস রোগীর দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়।

২) এই রোগে আক্রান্তদের কিছু পড়তে বা দূরের জিনিস দেখতে সমস্যা হয়।

৩) ডায়াবিটিক রেটিনোপ্যাথির সমস্যা বাড়তে শুরু করলে অনেকের রং দেখতেও সমস্যা হয়।

৪) চোখে স্বাভাবিক দেখতে দেখতে হঠাৎ করেই চার দিকটা অন্ধকার দেখায়। আবার কেউ কেউ নির্দিষ্ট কোনও অংশ দেখতে পান না।

৫) চোখের সামনে পোকার মতো কিছু ঘুরে বেড়াচ্ছে মনে হওয়া বা আচমকা আলোর ঝলকানিও এই রোগের লক্ষণ।

কী করবেন?

এই ধরনের উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। রোগ কতটা থাবা বসিয়েছে, যাচাই করেই চিকিৎসা শুরু হবে। এ ক্ষেত্রে চিকিৎসকেরা সাধারণত অ‌্যাঞ্জিয়োক্গ্রাষফি, চোখের স্ক‌্যান করিয়ে পরীক্ষা করিবে দেখেন। লেজার থেরাপি, চোখের ইঞ্জেকশন বা স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে দৃষ্টিশক্তি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। যে সব ডায়াবিটিস রোগী রক্তে, রেনাল প্রোফাইল (ইউরিয়া ও ক্রিয়েটিনিন), রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখেন, তাঁদের চোখের সম‌স‌্যা অনেক কম হয়। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ আর এক্সারসাইজ করলে এগুলি ঠিক রাখা সম্ভব। সেই সঙ্গে নিয়মিত চোখ পরীক্ষা করাতেও ভুলবেন না। সামান্য গাফিলতি বড় বিপদ ডেকে আনতে পারে।

অন্য বিষয়গুলি:

Diabetes Symptoms In Eyes Diabetes Diabetes Patient Tips For Diabetes Control Eyes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy