Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Dogs Licking

পোষ্য ভালবাসা প্রকাশ করে মুখ চেটে দিয়ে? ভাল লাগলেও আপনার ক্ষতির আশঙ্কা আছে কি?

পোষ্য সারমেয়দের ভালবাসার বহিঃপ্রকাশ হল জিভ দিয়ে চেটে মালিকের মুখ ভিজিয়ে দেওয়া। পোষ্যের কাছ থেকে এমন নিঃস্বার্থ ভালবাসা পেয়ে মন খুশিতে ভরে যেতে বাধ্য। কিন্তু সাময়িক এই ভাললাগা আপনার ক্ষতির কারণ হয়ে উঠছে না তো?

Dogs Licking Owners Face is not Just Unhealthy But Can Even Be Fatal

পোষ্যের আদরেই কি লুকিয়ে আছে চর্মরোগের ঝুঁকি? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৭:৪৩
Share: Save:

অফিস থেকে সবে বাড়ি ফিরেছেন। আপনার আসার খবর পেয়ে ছুটে এল পোষ্য সারমেয়। এসেই উঠে পড়ল গায়ের উপর। আপনিও সস্নেহে জড়িয়ে ধরলেন সারমেয়কে। আপনার আস্কারা পেয়ে পোষ্যও ফিরিয়ে দিল আদর। মুখময় জিভ দিয়ে চেটে দিল। অনেকের বাড়িতে এটাই প্রাত্যহিক চিত্র। পোষ্যের সঙ্গে এমন খুনসুটি চলতেই থাকে সারা দিন। সারমেয়দের আদর করার ধরণ খানিকটা আলাদা। তারা তো আর আপনার মাথায় হাত বুলিয়ে দিতে কিংবা আলিঙ্গন করতে পারবে না! পোষ্যদের ভালবাসার বহিঃপ্রকাশ হল জিভ দিয়ে চেটে আপনার মুখ ভিজিয়ে দেওয়া। পোষ্যের কাছ থেকে এমন নিঃস্বার্থ ভালবাসা পেয়ে মন খুশিতে ভরে যেতে বাধ্য। কিন্তু সাময়িক এই ভাললাগা আপনার ক্ষতির কারণ হয়ে উঠছে না তো?

সারমেয়দের স্বাভাবিক প্রবণতা হল সামনে যা-ই দেখে, তাতেই মুখ দিয়ে দেয়। এটাই সবচেয়ে বিপজ্জনক। বাড়িতে থাকলেও অনেক অপরিষ্কার জিনিসও দাঁত দিয়ে টানাটানি করে। অনেক সময় জিভ দিয়ে নিজেদের থাবা চাটতেও দেখা যায়। ফলে সমস্ত নোংরা জমা হয় জিভে। সেই জিভ দিয়ে যদি আপনার মুখ চাটে, তা হলে সংক্রমণের আশঙ্কা থেকে যায়।

Dogs Licking Owners Face is not Just Unhealthy But Can Even Be Fatal

সাময়িক এই ভাললাগা আপনার ক্ষতির কারণ হয়ে উঠছে না তো? ছবি: সংগৃহীত।

দুরন্ত পোষ্যের পাশাপাশি অনেক বাধ্য সারমেয়ও আছে, যারা অভিভাবকের অনুমতি ছাড়া কোনও কিছুতে মুখ দেয় না। সারমেয়কে জিভ দিয়ে আপনার মুখ চেটে দেওয়ায় অনুমতি দেবেন না। পোষ্যের ব্যক্তিগত পরিচ্ছন্নতা সব সময় বজায় রাখা সম্ভব হয় না। ফলে নানা রকম চর্মরোগের আশঙ্কা থেকেই যায়। তা ছাড়া পোষ্যের লালায় অনেক ব্যাক্টেরিয়াও থাকে। তাই ঝুঁকি এড়াতে পোষ্যকে সব সময় এতটা কাছে আসতে দেবেন না।

অন্য বিষয়গুলি:

Dog Pet Stay Healthy Skin Problem
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy